পজিটিভ রেট কমলেও একদিনে বাড়ল মৃত্যু, দেশের কোভিড গ্রাফে হেরফের

পজিটিভ রেট কমলেও একদিনে বাড়ল মৃত্যু, দেশের কোভিড গ্রাফে হেরফের

নয়াদিল্লি: দেশের কোভিডে গ্রাফ আজ বস্তি বজায় থাকলেও এক লাফে মৃত্যু বাড়ল। দৈনিক আক্রান্তের সংখ্যা ৮০০-র নীচে নেমেছে। অন্যদিকে, দৈনিক মৃত্যু গতকালের তুলনায় বেড়েছে কিছুটা। সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে।

আরও পড়ুন-  দুই বছর পর করোনা বিধিতে ইতি, কোন কোন নিয়ম মানতে হবে আজ থেকে?

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৭৯৫ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৫৮ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ২০৮ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১২ হাজার ০৫৪। এদিকে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৪১৬ জনের। আপাতত পজিটিভিটি রেট ০.১৭ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ১৮৪ কোটি ৮৭ লক্ষ ৩৩ হাজার ০৮১ জনের। ইতিমধ্যে দেশে কোভিড বিধি প্রায় প্রত্যাহার করা হয়েছে এবং অনেকে রাজ্যে মাস্ক ব্যবহারেও শিথিলতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, দেশ পুরোপুরি সুস্থ হওয়ার পথেই।

আইসিএমআর আবার ভেবেছে, দেশের সকলকে কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে। কিন্তু তা কবে থেকে তা নির্ধারণ করা হয়নি। এখন দেশে ১২ বছর বয়সীদের থেকেই টিকাকরণ চলছে। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ষাটোর্ধ্বদের। তবে ভিড়ে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়ার শর্ত ভুললে চলবে না বলেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয় তার দিকে নজর রাখতে বলা হচ্ছে। কারণ ইতিমধ্যে আবার নতুন করোনা প্রজাতির খোঁজ মিলেছে যা নিয়ে সতর্ক করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 4 =