৪৪ বছরে প্রথম! ইপিএফের সুদের হার সবচেয়ে কম

৪৪ বছরে প্রথম! ইপিএফের সুদের হার সবচেয়ে কম

নয়াদিল্লি: ইপিএফের সুদের হারে বড় রকমের কোপ পড়ল। হিসেব বলছে, ৪৪ বছরে এই প্রথম এত কম হল ইপিএফের সুদের হার।  এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে এতদিন সুদ মিলত ৮.৫ শতাংশ হারে। ২০২১-২০২২ অর্থবর্ষের জন্য এই সুদের হার কমিয়ে করা হল ৮.১ শতাংশ। এর আগে ১৯৭৮ সালে এত কম ছিল এই হার। এবার ২০২১-২২ অর্থবর্ষে তা কমানো হল।

আরও পড়ুন- মাধ্যমিকের প্রশ্নপত্র ডিপার্টমেন্ট থেকেই ফাঁস হয়, ইন্টারনেট বন্ধ করে কী হবে, কটাক্ষ দিলীপের

করোনা কালে গত দু’বছর ইপিএফও-র সুদের হার ছিল ৮.৫০ শতাংশ। কিন্তু এবার যা কমানো হল তাতে দেখা যাচ্ছে ১৯৭৭-১৯৭৮ সালের পর দ্বিতীয়বার তা সর্বনিম্ন হয়েছে। ১৯৭৭-১৯৭৮ সালে সুদের হার দাঁড়িয়েছিল ৮ শতাংশ। আর বর্তমানে তা হল ৮.১ শতাংশ। সাম্প্রতিক সময়ে এত কম হারে সুদ পাননি চাকুরিজীবীরা। তা সেই অর্থে এটি নজিরবিহীন সিদ্ধান্তই বটে। আজই সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে সবথেকে বেশি সুদের হার হয়েছিল ২০১৫-১৬ অর্থবর্ষে, ৮.৮০ শতাংশ। তারপর আর সেইভাবে বাড়েনি এই হার। কিন্তু এইবার যা কমল সেটাও চিন্তার কারণ চাকুরিজীবীদের কাছে। কারণ সুদের হার কমায় তাদের সঞ্চয়ে টান পড়বে বলেই বোঝা যাচ্ছে।

দু’দিন আগেই চার রাজ্যে বিপুল ভোটে জিতেছে বিজেপি। এই জয়ের পর থেকেই বিরোধীরা কটাক্ষ করছিল যে, এবার হয়তো পেট্রোল থেকে শুরু করে রান্নার গ্যাস, সবকিছুর দাম বেড়ে যাবে। অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে, ভোটের জিতে যাওয়ার পর বিজেপি সরকার মানুষকে আসল রূপ দেখাবে। এখন এই সুদ কমানোর বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই সিদ্ধান্ত বিপদজ্জনক। চার রাজ্যে জিতে মোদী সরকার মানুষকে উপহার দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 13 =