কানপুর: বার বা সংবাদের শিরোনামে সাম্প্রদায়িক অশান্তি জায়গা করে নেয়। কিন্তু সেই সাম্প্রদায়ি অশান্তির মধ্য়েও বেশ কিছু মানবিকতার ঘটনা ঘটে। যে খবর ঝড়ের মতো ভাইরাল হয় না। যে খবর নিয়ে বিতর্ক হয় না। যে খবর শুধু মনের অন্তরে থেকে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে। সেই খবরে মন ভিজেছে নেটিজেনদের।
কী ছিল সেই খবরে? উত্তরপ্রদেশের কানপুরে এক বেলুন বিক্রেতার কাছ থেকে সমস্ত বেলুন কিনে নিলেন এক পুলিশ আধিকারিক। কিন্তু কেন? বেলুন বিক্রেতা মুসলমান ছিলেন। তিনি বাড়ির সঙ্গে ইদ উদযাপনের জন্য উদগ্রীব ছিলেন। কিন্তু সমস্ত বেলুন বিক্রি না হওয়া পর্যন্ত ওই বিক্রেতা বাড়ি যেতে পারছিলেন না। তাই কানপুরের ওই পুলিশ কর্মী সমস্ত বেলুন কিনে নেন। যাতে তিনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ইদ উদযাপন করতে পারেন। এসিপি ত্রিরুপতি পান্ডে সমস্ত বেলুন কিনে নেন বলে জানা গিয়েছে।
পুলিশের লাঠির অত্যাচারের একের পর এক খবর যেমন প্রকাশ্যে আসে। তেমনি পুলিশের মানবিতার নিদর্শন নেহাত কম নয়। গুজরাটের কচ্ছের জেলার ২৭ বছরের বর্ষা পারমার সম্প্রতি মানবিকতার কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছে। নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। সদ্য পুলিশে যোগ দেওয়া ওই তরুণী ৮৫ বছরের এক বৃদ্ধাকে পাঁচ কিলোমিটার পিঠে নিয়ে গন্তব্যে পৌঁছে দেন। তিনি যখন কাজে ছিলেন, তখন দেখেন ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি সাহায্যের জন্য অপেক্ষা করতে পারেননি। ওই বৃদ্ধাকে পিঠে নিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছে যান।