শ্রীনগর: গত সপ্তাহে কাশ্মীরে সরকারি কর্মচারী রাহুল ভাটের হত্যার পর থেকে আতঙ্কিত পণ্ডিতরা। ১৯৯০ সালের স্মৃতি ফিরে আসছে তাঁদের। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন তাঁরা। ইতিমধ্যে প্রায় ৩৫০ জন কাশ্মীরি পণ্ডিত ইস্তফা দিয়েছে সরকারি চাকরি থেকে। জানা যাচ্ছে, রাহুল ভাটের হত্যার প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতি বিজেপির একটি প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীরের লেফট্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করেছেন। তিনি কাশ্মীরি পণ্ডিতদের বাড়ির বাইরে নিরাপত্তা বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সরকারি চাকুরীরত কাশ্মীরি পণ্ডিতদের নিরাপদ স্থানে বদলির প্রতিশ্রুতি দিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের লেফট্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে যাঁরা সরকারি কর্মচারী, তাদের বাড়ি ও কর্মস্থলে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও গত সপ্তাহে রাহুল ভাট হত্যার প্রতিবাদে বের হওয়া মিছিলে যে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছিল, তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। পিএম প্যাকেজে যে সব পণ্ডিতরা কাজ করেন, তাঁরা অভিযোগ জানিয়েছেন, পুলিশ তাঁদের ওপর বল প্রয়োগ করেছে। এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়ছে বলেও তিনি মন্তব্য করেছেন।
এছাড়াও তিনি আশ্বাস দিয়ে জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় কাশ্মীরি পণ্ডিতদের বদলি করা হবে। তিনি বলেন, প্রতিটি কাশ্মীরি পণ্ডিতদের কষ্ট বুঝতে পারছেন। কাশ্মীরি পণ্ডিতদের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া তাঁর সচিবের কাছে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। অভিযোগের ভিত্তিতে উপযু্ক্ত ব্যবস্থা নেওয়া হবে।