পুরোপুরি ‘সুপ্রিম’ স্বস্তি পেলেন জুবেইর, সমস্ত মামলায় জামিন

পুরোপুরি ‘সুপ্রিম’ স্বস্তি পেলেন জুবেইর, সমস্ত মামলায় জামিন

নয়াদিল্লি: প্রায় চার বছর আগেই একটি টুইটে জনপ্রিয় হিন্দি সিনেমার ‘স্ক্রিনশট’ পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সাংবাদিক তথা ‘অল্ট নিউজ’-এর সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তোলা হয়। সেই প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়, জেলে যান তিনি। সব মিলিয়ে মোট ছ’টি এফআইআর করা হয় তাঁর বিরুদ্ধে। তবে এবার সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ স্বস্তি পেলেন সাংবাদিক। সব মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ২১ জুলাই নিয়ে ভিডিও বার্তা মমতার, ২১-র অর্থ বোঝালেন নেত্রী

ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার বিষয়টি তো ছিলই, এছাড়াও সীতাপুরের একটি মামলাতেও পরে তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে আরও কয়েরটি এফআইআর করা হয়েছিল। প্রথমে দুটি মামলাতে জামিন পেয়েছিলেন তিনি, কিন্তু জেল মুক্তি ঘটেনি তাঁর। এবার সুপ্রিম কোর্ট তাঁকে চরম স্বস্তিই দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, জুবেইরকে অবিলম্বে জেল থেকে ছেড়ে দিতে হবে। তাঁকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা আছে বলে মনে করছে না দেশের শীর্ষ আদালত। তাই বুধবার তাঁকে সমস্ত মামলায় অন্তর্বর্তিকালীন জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত।

এদিকে জুবেইরের বিরুদ্ধে তদন্ত করার জন্য উত্তরপ্রদেশ পুলিশ যে সিট গঠন করেছিল তা ভেঙে দিয়েছে সুপ্রিম কোর্ট। জুবেইরের বিরুদ্ধে সমস্ত এফআইআর একত্রিত করে এর তদন্তভার দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাছে হস্তান্তর করেছে শীর্ষ আদালত। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ২০১, ১৫৩-এ, ২৯৫-এ ধারায় মামলা রুজু করেছিল পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =