চণ্ডীগড়: সখ করে একখানি স্কুটর কিনেছিলেন তিনি৷ সাধ, তাতে থাকবে পছন্দের ভিআইপি নম্বর৷ যেমন ভাবা তেমন কাজ৷ স্কুটারে লাগিয়ে ফেললেন সুপার ভিআইপি নম্বর প্লেট৷ কিন্তু জানেন কি, এর জন্য তাঁকে গুণতে হল ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা! তবে মজার বিষয় হল, যে স্কুটারের জন্য এত দামী নম্বর প্লেট কিনলেন, তার দাম মেরেকেটে ৭১ হাজার টাকা হবে৷ শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটালেন চণ্ডীপুরের এক ব্যক্তি৷
আরও পড়ুন- বিক্রি নেই দোকানে, খুদের বুদ্ধিতে উপছে পড়ছে ক্রেতাদের ভিড়
সম্প্রতি হরিয়ানার মনোহরলাল খট্টর সরকার ভিআইপি নম্বরপ্লেট সংগ্রহের জন্য ‘০০০১’ নম্বর প্লেটটি নিলামে রাখার কথা ঘোষণা করে৷ বলা হয়, সাধারণ মানুষ সেখান থেকে ওই নম্বর প্লেট কিনতে পারবেন। অতিরিক্ত রাজস্ব সংগ্রের জন্যই এই নিলামের বন্দোবস্ত৷ এদিকে, এই সরকারের ঘোষণা শুনেই নিলামে অংশ নেন একটি বিজ্ঞাপনী সংস্থার মালিক ব্রিজমোহন৷ তিনি দর হেঁকে সিএইচ ০১-সিজে-০০০১ নম্বরটি কিনে নেন।
চণ্ডীগড় রেজিস্টারিং অ্যান্ড লাইসেন্সিং অথরিটি মোট ৩৭৮টি অভিনব নম্বর নিলামে তুলেছিল। সিজে-০০০১ নম্বরের জন্য ন্যূনতম দর রাখা হয়েছিল ৫ লক্ষ টাকা। শেষে পর্যন্ত তা ১৫ লক্ষ ৪৪ হাজার টাকায় কিনেন নেন ব্রিজমোহন৷ শুধুমাত্র স্কুটারে ভিআইপি নম্বর লাগিয়েই তিনি যে ক্ষান্ত হবেন না, সে কথা আগেভাগেই জানিয়ে দিয়েছেন৷ তাঁর ইচ্ছা, পরবর্তী সময়ে গাড়ি কিনলেও এরকম অভিনব নম্বর ব্যবহার করবেন৷ চলতি বছর দিওয়ালিতেই একটি গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে তাঁরা৷ ততদিন পর্যন্ত তাঁর হন্ডা অ্যাকটিভ স্কুটারে শোভা পাবে ভিআইপি লাইসেন্স প্লেট৷
০০০১ দিয়ে শেষ হওয়া নম্বর প্লেটটি বর্তমানে ১৭৯টি সরকারি গাড়িতে ব্যবহৃত হয়৷ যার মধ্যে ৪টির মালিক স্বয়ং হরিয়ানার মুখ্যমন্ত্রী৷ তিনি নিজে এই লাইসেন্স প্লেটগুলি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ০০০১ নম্বর প্লেটের জন্য ৫ লক্ষ টাকা ন্যূনতম দাম ধার্য করেন৷
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ভিআইপি নম্বর প্লেটগুলিকে নিলাম করে মোট ১৮ কোটি জমা পড়তে পারে সরকারের কোষাগারে৷ কারণ আমআদমির মধ্যে ভিআইপি নম্বর প্লেটের চাহিদা বেশ তুঙ্গে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>