নয়াদিল্লি: কাদের যৌনসঙ্গীর সংখ্যা বেশি? নারী না পুরুষের? এই প্রশ্নের খোঁজে নেমে চাঞ্চল্যকর জবাব উঠে এল সমীক্ষায়৷ ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমীক্ষা চালিয়ে দেখা গেল পুরুষদের তুলনায় মহিলাদের যৌনসঙ্গীর সংখ্যা অনেকটাই বেশি।
আরও পড়ুন- কোভিডে দেশের হাল এখন কেমন? সংক্রমণ কিন্তু ঊর্ধ্বমুখী
ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্ত্রী কিংবা পার্টনার ছাড়া পুরুষদের যৌনসঙ্গীর সংখ্যা ৪ শতাংশ৷ সেখানে মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ০.৫ শতাংশ। সমীক্ষা বলছে, শহরাঞ্চলে পুরুষদের ক্ষেত্রে গড়ে ১.৭ জন যৌন সঙ্গী রয়েছে৷ সেখানে মহিলাদের রয়েছে ১.৫ জন সঙ্গী৷ তবে উল্লেখজনকভাবে শহরকে হার মানিয়ে গ্রামাঞ্চলে মহিলাদের যৌন সঙ্গীর সংখ্যা ১.৮৷ কিন্তু ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই পরিসংখ্যানটা সম্পূর্ণ ভিন্ন৷ এই ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ১ লক্ষ ১০ হাজার মহিলা ও ১ লক্ষ পুরুষের মধ্যে সমীক্ষা চালিয়ে জানা গিয়েছে, মহিলাদের গড় যৌনসঙ্গীর সংখ্যা পুরুষদের তুলনায় অনেটকাই বেশি।
এনএফএইচএস যে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সমীক্ষ চালায় সেগুলি হল রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, অসম, কেরল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি৷ সমীক্ষা বলছে, গড়ে মহিলাদের যৌনসঙ্গীর সংখ্যা সবচেয়ে বেশি রাজস্থানে। এই রাজ্যে প্রত্যেক মহিলার ৩.১ জন সঙ্গী রয়েছে৷ অন্যদিকে, সে রাজ্যের পুরুষদের যৌন সঙ্গীর সংখ্যাটা গড়ে ১.৮। তবে সমীক্ষায় দেখা গিয়েছে, আগের ১২ মাসে যে সব পুরুষরা তাদের স্ত্রী অথবা লিভ-ইন পার্টনারের বাইরে অন্য কোনও মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন, তাদের সংখ্যা ৪ শতাংশ। সেখানে মহিলাদের ক্ষেত্রে সেই সংখ্যা ০.৫ শতাংশ।
২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে এই সমীক্ষা চালায় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে৷ দেশের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৭০৭টি জেলায় এই সমীক্ষা চালানো হয়। শুধু নারী-পুরুষের সঙ্গীই নয়, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থার রিপোর্ট থেকে আর্থ-সামাজিক এবং অন্যান্য নানা বিষয় জানা গিয়েছে, যা সরকারি নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>