নয়াদিল্লি: সম্মুখ সমরে রাশিয়া-ইউক্রেন৷ তেরো দিন ধরে লাগাতার যুদ্ধ চলছে৷ বাইশের নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি’র বিজয় সভা থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, এই সময় যে যুদ্ধ চলছে তার প্রভাব প্রত্যক্ষ-অপ্রত্যক্ষ ভাবে বিশ্বের সমস্ত দেশের উপর পড়ছে৷ ভারত শান্তির পক্ষে৷ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধানের পক্ষে৷ কিন্তু যে দেশ সরাসরি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, সেই দেশের সঙ্গে ভারতের অর্থনীতি, সুরক্ষা, শিক্ষা, রাজনীতির সম্পর্ক রয়েছে৷ ভারতের অনেক প্রয়োজন এই সকল দেশের সঙ্গে জড়িয়ে৷
আরও পড়ুন- আজ থেকেই হোলি, মা-বোনেদের ভোটে বাম্পার জয় BJP-র, বললেন মোদী
মোদী বলেন, যুদ্ধের ফলে ভারত বিদেশ থেকে যে পাম তেল, সূর্যমুখী তেল আমদানি করে, তার দামও আন্তর্জাতিক বাজারে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে৷ কয়লা, গ্যাস, সার সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ যুদ্ধের ধাক্কায় সারা বিশ্বে মূল্যবৃদ্ধি হচ্ছে৷ বিকাশশীল দেশগুলিকে বিশেষ রূপে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে৷ এই কঠিন পরিস্থিতিতেও দেশ আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে৷ এবারের বাজেট এই ভাবনাকে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছে৷ নমোর কথায়, এই উত্তাল, অনিশ্চত পরিস্থিতির মধ্যেও ভারতের জনগণ বিশেষ করে উত্তরপ্রদেশের মানুষ দূরদৃষ্টির পরিচয় দিয়েছে৷ স্থায়ী সরকারের পক্ষে তারা ভোট দিয়েছে৷ তাঁরা বুঝিয়ে দিয়েছে গণতন্ত্র তাঁদের লক্ষ্যে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″ height=”315″ frameborder=”0″>