ত্রিশূর: আক্রান্তের পর এবার মাঙ্কি পক্সে মৃত্যুতেও খাতা খুলল ভারত? কেরলের সাম্প্রতিক ঘটনায় দেশ জুড়ে ঘনাচ্ছে আতঙ্কের নতুন কালো মেঘ। জানা যাচ্ছে, সম্প্রতি বিদেশ ফেরত কেরলের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর সঙ্গেই খবর মিলছে, বিদেশে থাকাকালীন নাকি তাঁর মাঙ্কি পক্সের রিপোর্ট পজিটিভ এসেছিল। দিন কয়েক আগেই তিনি দেশে ফিরেছেন এবং গত শনিবার আচমকাই তাঁর মৃত্যু হয়েছে। তবে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই মৃত ওই যুবকের নমুনা সংগ্রহ করে কেরলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট সামনে এলেই জানা যাবে তিনি দেশে ফেরার পরেও মাঙ্কি পক্সেই আক্রান্ত ছিলেন কিনা। তবে ওই যুবকের যদি সত্যিই মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাহলে এটাই হবে দেশের প্রথম মাঙ্কি পক্সে মৃত্যুর ঘটনা এবং আফ্রিকার বাইরে চতুর্থ।
এই ঘটনা প্রসঙ্গে রবিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, শনিবার রাতে কেরালার ত্রিশূর জেলার ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২২ জুলাই তিনি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন এবং তারপর থেকেই অসুস্থ ছিলেন। সম্প্রতি বাড়াবাড়ি হওয়ায় তাঁকে ত্রিশূরেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে শনিবার রাতে মৃত্যু হয়েছে তাঁর। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘ওই যুবকের শরীরে মাঙ্কি পক্সের কোনও উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। তাঁর মাঙ্কি পক্সের রিপোর্ট যে পজিটিভি এসেছে, তা হাসপাতালকে শনিবারই জানায় পরিবার। এই রোগে মৃত্যুর হার অত্যন্ত কম। তা সত্ত্বেও কীভাবে এই রোগে প্রাণ হারালেন ওই যুবক, তা খতিয়ে দেখা হবে।’
অন্যদিকে মৃত ওই যুবকের পরিবার সূত্রে খবর, গত ২২ জুলাই বাড়ি ফেরার পর তিনি সুস্থই ছিলেন। মাঝে একদিন পাড়ার মাঠে ফুটবলও খেলেছিলেন। কিন্তু হঠাৎই ২৬ জুলাই তাঁর জ্বর হয় ও তখনই হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। যেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তবে শেষরক্ষা হল না। শনিবার রাতেই মারা যান ওই যুবক। এদিকে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হলে যে সমস্ত নিয়ম মেনে শেষকৃত্যু করতে হয়, সেভাবেই যুবকের সৎকার করে তাঁর পরিবার। দেশে ফেরার পর তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে বলে খবর।
