তিরুপতিঃ কর্মচারীর ভুলে সম্প্রতি তিরুপতির তিরুমালা মন্দিরে ধর্মীয় সঙ্গীতের পরিবর্তে বাজল সিনেমার গান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। জানা যাচ্ছে, শুক্রবার হঠাৎই তিরুমালা মন্দিরের পাঁচটি এলইডি স্ক্রিনে সিনেমার গান বাজতে শুরু করে। যদিও বিষয়টির উপর সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে পড়ে এবং স্ক্রিনগুলিকে সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই তিরুমালা মন্দিরের গ্রেড ওয়ান সহকারি প্রযুক্তিবিদ রবি কুমারকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে টিটিডি তথা তিরুমালা তিরুপতি দেবস্থানম-এর রেডিও সম্প্রচার শাখার সহকারী প্রকৌশলী এভিভি কৃষ্ণ প্রসাদকেও অবিলম্বে এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে বলে খবর।
অন্ধ্রপ্রদেশের এই মন্দির সেই রাজ্য তো বটেই এমনকি দেশের অন্যতম ধনী মন্দির হিসেবে বিখ্যাত। মূলত সেই কারণেই এই মন্দিরে অত্যন্ত কঠোর রীতিনীতি মেনে পুজাপাঠের কাজ হয়। সেইসঙ্গে মন্দিরের সঙ্গে যুক্ত কর্মচারীরাও অত্যন্ত কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলেন। কিন্তু শুক্রবার হঠাৎই দেখা যায় এই মন্দিরে সিনেমার গান বাজছে। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায় এবং এই ঘটনার পিছনে যার হাত রয়েছে তাকে খুঁজে বের করার কাজ শুরু হয়।
জানা যাচ্ছে টিটিডি-এর ইও ডাঃ কে জওহর রেড্ডি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ইতিমধ্যেই তিনি সিভিএসও শ্রী নরসিমা কিশোরকে বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এই ঘটনার পিছনে রয়েছেন বরখাস্ত হওয়া ওই প্রযুক্তিবিদ রবি কুমার. এবং তাঁর এক বন্ধু। সিসিটিভি ফুটেজে দেখা গেছে রেডিও সম্প্রচার শাখার সমস্ত সদস্যরা শুক্রবার চলে যাওয়ার পরে টিভি বিভাগের নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করেন রবি কুমার এবং তার ওই বন্ধু। এরপর রবিকুমার ঘর থেকে বেরিয়ে গেলেও গোপীকৃষ্ণ বিকেল ৫:২৮ পর্যন্ত ওই কন্ট্রোল রুমেই ছিলেন। আর ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটে বলে খবর। ওই সিসিটিভি ফুটেজ দেখার পরেই রবি কুমারকে বরখাস্ত করা হয়েছে। তবে তাঁর বন্ধুর কি হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
