অশনি মোকাবিলায় জোর কদমে প্রস্তুতি, উপকূল এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের

অশনি মোকাবিলায় জোর কদমে প্রস্তুতি, উপকূল এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের

ভুবনেশ্বর:   গতি বাড়িয়ে ঘূর্ণিঝড় ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছ, বর্তমানে ঘূর্ণিঝড় অশনি পুরী উপকূল থেকে ৬৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। অশনি মোকাবিলায় ওড়িশা প্রশাসন জোর তৎপরতা শুরু করেছে। ওড়িশার নয় জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিপাতের ফলে যে যে এলাকাগুলো ক্ষতি হতে পারে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ওড়িশা উপকূল থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ওড়িশার নয় জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারি থেকে অতি ভারির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারমধ্যে রয়েছে, পুরী, কটক, বালাসোরের মতো জেলাগুলো। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার হতে পারে। 

জানা গিয়েছে, ওড়িশা সরকার ১৫টি ব্লককে চিহ্নিত করেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে ক্ষতি হতে পারে। ওই ১৫টি ব্লক থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার পিকে জানা জানান, অশনির প্রভাবে সব থেকে কাঁচাবাড়িগুলো ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই কাঁচা বাড়ির বাসিন্দাদের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য তৈরি। জেলাশাসকদের তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

যদিও মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ওড়িশা বা অন্ধ্রউপকূলের কোথাও ঘূর্ণিঝড় ল্যান্ডফল নাও হতে পারে। ১০ মে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর ধরে উত্তর অন্ধ্র উপকূল বা ওডিশা উপকূলের কাছে পৌঁছবে। এরপরেই ঝড়টির গতিপথ বদল করার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =