লতার মৃত্যুতে শোকস্তব্ধ, ভার্চুয়াল সমাবেশ বাতিল মোদীর

লতার মৃত্যুতে শোকস্তব্ধ, ভার্চুয়াল সমাবেশ বাতিল মোদীর

নয়াদিল্লি: প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আপাতত তাঁর মরদেহ শায়িত রয়েছে মুম্বইয়ে তাঁর বাসভবনে। হাসপাতাল থেকে শুরু করে তাঁর বাড়িতে আসছেন শচীন তেণ্ডূলকর থেকে শুরু করে অনুপম খের, জাভেদ আখতার সহ একাধিক স্বনামধন্যরা। সকালেই লতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই শোক বজায় রেখেই গোয়ার ভার্চুয়াল সমাবেশ বাতিল করলেন তিনি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- প্রবল হাওয়ার জেরেই বন্ধ রাখা হয় নেতাজির হলোগ্রাম,বিতর্কের মাঝে সাফাই সংস্কৃতি মন্ত্রকের

বিজেপি সূত্রে খবর, রবিবার গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল সমাবেশ করার কথা ছিল। কিন্তু সকালেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর এসেছে। তাঁর মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই শোকেই আজ প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল করা হয়েছে। আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের জন্য গোয়া বিজেপির ইস্তেহার প্রকাশ করার কথা ছিল আজ। কিন্তু তাও এদিন হচ্ছে না বলেই স্পষ্ট করা হয়েছে। এদিন সকালেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি এই খবর শুনে কার্যত নির্বাক। দয়ালু এবং যত্নশীল লতা দি তাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন পথিকৃৎ হিসেবে মনে রাখবে যিনি সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রাখতেন। মোদী এও জানান, তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের যেটুকু আলাপ এবং কথাবার্তা ছিল তা তিনি চির জীবন মনে রাখবেন। তিনি সব সময় উন্নততর এবং শক্তিশালী দেশ দেখতে চাইতেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। লতা দীর্ঘদিন ধরেই গৃহবন্দি ছিলেন৷ বাইরে বিশেষ বেরতেন না৷ তবে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ তৎপর ছিলেন৷ মনে করা হচ্ছে, কোনও ঘনিষ্ট ব্যক্তি বা পরিচারিকার থেকে তিনি সংক্রমিত হয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 4 =