নয়াদিল্লি: সরকারি প্রকল্পের কাজের কোনও অন্ত নেই। সারা দেশ জুড়ে কোথাও না কোথাও বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। সরকারি আধিকারিকরা তো বটেই খোদ প্রধানমন্ত্রী এইসব কাজের তদারকি করেন অনেক সময়ে। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বারবার তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না নরেন্দ্র মোদীর। অন্য কাজের চাপ হোক, কিংবা সময়ের অভাব, সব জায়গায় সর্বদা সশরীরে নজর দেওয়া মুশকিল। কিন্তু নজর রাখেন প্রধানমন্ত্রী! কী ভাবে, তা তিনি নিজেই জানালেন।
আরও পড়ুন- চায়ের চুমুকে লাজুক প্রেম! আফজল-সাবিনার প্রেমকাহিনি মন ছুঁয়েছে নেটিজেনদের
দিল্লিতে ২ দিন ব্যাপী ভারত ড্রোন মহোৎসবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রযুক্তির সুবিধা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ড্রোনের মাধ্যমে তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের তদারকি করেন। আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই তিনি গোটা দেশে নজরদারি চালান বলেই জানিয়েছেন ‘নমো’। কোনও কাজের তদারকি করার জন্য আগে থেকে জানাতে পছন্দ করেন না প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগে থেকে তিনি আসছেন এটা জেনে গেলে তো সবই ঠিক থাকবে। তাই তিনি ড্রোন পাঠিয়ে দেন বলে জানান। আচমকা কাজের নজরদারি করলেই ভুল-ত্রুটি বোঝা যায় বলে দাবি তাঁর।
এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থা এই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী বলছেন, কাউকে না জানিয়েই তিনি কাজের জায়গায় ড্রোন পাঠিয়ে দেন। কাউকে বুঝতেই দেন না যে তিনি নজরদারি রাখছেন। তাঁর এই কথা শুনে সকলেই উচ্ছ্বসিত হয়ে করতালি দেয়।
“I conduct surprise inspections of development work across the country with the help of drones,” says PM Modi at 2-day Bharat Drone Mahotsav 2022 in Delhi pic.twitter.com/lluVcO2SQx
— ANI (@ANI) May 27, 2022