পুতিন-জেলেনস্কিকে কি বোঝাতে পারবেন মোদী? আজই হচ্ছে ফোনালাপ

পুতিন-জেলেনস্কিকে কি বোঝাতে পারবেন মোদী? আজই হচ্ছে ফোনালাপ

নয়াদিল্লি: যুদ্ধ চলছে। ১১ দিন হয়ে গেলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বরং দিন দিন বাড়ছে ভয়াবহতা। মাঝে কয়েক ঘণ্টা বিরতি ঘোষণা করেছিল রাশিয়া। কিন্তু তাতে যে বিশেষ লাভ হয়নি তা পরিষ্কার। এরপর আবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ বিরতি ঘোষণা আদতে নাটক বলে দাবি করেছেন তিনি। এইসব পরিস্থিতির আবহেই আজ দুই রাষ্ট্র প্রধানের সঙ্গে কথা বলতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কি আদৌ পারবেন তাদের বুঝিয়ে যুদ্ধ থামাতে?

আরও পড়ুন- চোখের সামনে শেষ হয়ে গেল দুই শিশু সহ গোটা পরিবার, শোক প্রকাশ মেয়রের

সরকারি সূত্রে জানা গিয়েছে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তো বটেই, সেদেশে আটকে থাকা বাকি ভারতীয়দের ফেরানোর ব্যাপারেও কথা বলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে বহু সংখ্যক ভারতীয় সেখান থেকে দেশে ফিরলেও এখনও অনেকের ফেরাই বাকি। তাদের উদ্ধার করতে ইতিমধ্যেই ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। কিন্তু এখন সরাসরি কথা বলে সবকিছু যাতে ঠিক ঠিক ভাবেই এগোয়ে সেইদিকে নজর দিতে চাইছেন মোদী। এদিকে আবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ ইস্যু মিটিয়ে নেওয়ার চেষ্টা তিনি করবেন বলে জানা গিয়েছে। তাছাড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে রাশিয়ার সাহায্য মেলে কিনা সেই ব্যাপারও নিশ্চিত করার চেষ্টা তিনি করবেন বলেই মত অধিকাংশের।

আজ ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে যুদ্ধবিরতি জারি করা হয়েছে৷ যুদ্ধে আটকে পড়া সাধারণ নাগরিকদের বার করে আনতেই তৃতীয়বার যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো৷ ইউক্রেনে আটকে পড়াদের ‘সেফ প্যাসেজ’ দিতেই এই যুদ্ধ বিরতি বলে দাবি৷ মারিপুল এবং সুমি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটাই মোক্ষম সময় ভারতের প্রধানমন্ত্রীর কাছে দুই রাষ্ট্র নায়কের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =