নয়াদিল্লি: তাজমহল বিতর্কে নয়া মোড়। বিজেপি নেতৃত্বদের তাজমহলের নীচের ২২টি তালাবন্ধ ঘর খোলার দাবির সমালোচনা করে এবার প্রধানমন্ত্রীকে জোরালো আক্রমণ করলেন বিরোধী নেতা তথা সাংসদ আসাদুদ্দিন ওআইসি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতাদের নিশানা করে ওআইসি বলেন, ‘আসলে বিজেপি নেতা নেত্রীরা তাজমহলের নিচে প্রধানমন্ত্রীর ডিগ্রি খুঁজছেন৷’ ওআইসির এই মন্তব্যকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
তাজমহলের নিচের ২২টি তালাবন্ধ ঘর খোলার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক বিজেপি নেতা। বিজেপি নেতাদের একাংশের দাবি, তাজমহলে বহু দেবদেবীর মূর্তি লুকিয়ে রাখা হয়েছে। সেই সমস্ত সত্যিই যাতে বাইরে জনসমক্ষে না চলে আসে তার জন্যই ওই ঘরগুলি তালাবন্ধ রাখা হয়েছে। যদিও বিজেপি নেতার এই পিটিশনটি গত ১২ মে বাতিল করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। সেইসঙ্গে আবেদনকারী ওই বিজেপি নেতাকে ভালো করে দেশের ইতিহাস জানার পরামর্শ দেয় আদালত। কিন্তু তারপরেও তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে সরতে নারাজ বিজেপি নেতৃত্ব। এর কয়েকদিন বাদেই অপর এক বিজেপি সাংসদ দাবি করেন, তাজমহলটি যে জায়গার ওপর গড়ে তোলা হয়েছে সেই জায়গাটি আসলে এক হিন্দু রাজার। জমিটি জোর করে দখল করেছিলেন শাজাহান। সেই সম্পর্কিত প্রয়োজনীয় সমস্ত নথিও নাকি রাজস্থানের ওই রাজ পরিবারের কাছে রয়েছে বলে দাবি করেন ওই সাংসদ। তাজমহলকে কেন্দ্র করে বিজেপির নেতৃত্বদের এমন বিতর্কিত একের পর এক মন্তব্যের জবাব দিতেই এবার মাঠে নেমেছেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
এদিন তাজমহল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ভারত আমারও নয়, ঠাকরেদেরও নয়, মোদি- শাহেরও নয়। ভারত যদি কারোর হয় তবে তা দ্রাবিড় ও আদিবাসীদের। তিনি এদিন বলেন, ‘মুঘল আমলের পর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু উপজাতির মানুষ ভারতে এসে বসবাস শুরু করেন। আফ্রিকা, ইরান, মধ্য এশিয়া, পূর্ব এশিয়ার বহু উপজাতির আজ বাস এই দেশে। কিন্তু একমাত্র দ্রাবিড় এবং আদিবাসীরাই এই দেশের সবথেকে পুরনো বাসিন্দা। তাই এই দেশ যদি কারোর হয়ে থাকে তাহলে তা শুধুমাত্র দ্রাবিড় এবং আদিবাসীদের।’