জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত পুলিশ আধিকারিক, রাতভর বিক্ষোভ স্থানীয়দের

জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত পুলিশ আধিকারিক, রাতভর বিক্ষোভ স্থানীয়দের

শ্রীনগর: বৃহস্পতিবার বিকেলেই কাশ্মীরের বুদগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে রাহুল ভাট নামেএক কাশ্মীরি পন্ডিত যুবকের। বুদগাঁওয়ের তহশিলদার অফিসে কর্মরত ছিলেন ওই যুবক। বৃহস্পতিবার ওই সরকারি অফিসে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করে দুজন জঙ্গি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়। কেন বারবার কাশ্মীরি পন্ডিত এবং অমুসলিম সম্প্রদায়ের মানুষদের টার্গেট করা হচ্ছে এবং সব জেনেও কেন তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করছে না সরকার তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর মধ্যেই জানা যাচ্ছে শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে একজন পুলিশ আধিকারিকের। শুক্রবার সকালেই খবর মেলে জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ওই পুলিশ আধিকারিক এবং তাঁকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরেই  ওই পুলিশ আধিকারিকের মৃত্যুর খবর সামনে আসে।

অন্যদিকে বৃহস্পতিবার সারারাত ধরে কাশ্মীরি পন্ডিতের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়কের উপর বিক্ষোভ দেখিয়েছেন উপত্যাকার অমুসলিম সম্প্রদায়ের মানুষজন। সরকার এবং পুলিশের কাছ থেকে কাশ্মীরি পণ্ডিতদের সুরক্ষা এবং নিরাপত্তার দাবি জানিয়ে জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় রাতভর চলে এই অবস্থান-বিক্ষোভ। তাদের মধ্যে অনেকেরই দাবি বর্তমানে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে দেখে মনে হচ্ছে তাঁরা ১৯৯০ সালে বাস করছেন। একের পর এক অমুসলিম সম্প্রদায় এবং কাশ্মীরি পণ্ডিতদের মৃত্যুতে ফের মাথাচাড়া দিয়েছে কাশ্মীরি পণ্ডিতদের নব্বই দশকের দুর্দশা এবং আতঙ্ক। মূলত সেই কারণেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে জম্মু-কাশ্মীরের একাধিক রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ চালিয়ে দাবি করা হয় কাশ্মীরি পন্ডিত এবং উপত্যাকার অমুসলিম সম্প্রদায়ের মানুষজনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার। উপত্যাকার রাস্তায় বহু মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কাশ্মীরি পন্ডিত ওই যুবকের হত্যার প্রতিবাদে বের হয় মোমবাতি মিছিল।

উল্লেখ্য বৃহস্পতিবার জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন যে যুবক সেই ৩৬ বছর বয়সী রাহুল ভাট প্রায় ১০ বছর ধরে বুদগাঁওয়ের ওই সরকারি অফিসে কর্মরত। বৃহস্পতিবার জঙ্গী হামলার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আজ অর্থাৎ শুক্রবার জম্মুতে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য। উল্লেখ্য, রাহুল গত ছয় মাসের তৃতীয় কাশ্মীরি পণ্ডিত যিনি জঙ্গিদের হাতে প্রাণ হারালেন। অন্যদিকে গত অক্টোবর থেকে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর পাশাপাশি দুজন কাশ্মীরি পন্ডিত জঙ্গি হামলায় আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twenty =