লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী, স্বদেশী কামানে ২১ বার তোপধ্বনী

লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী, স্বদেশী কামানে ২১ বার তোপধ্বনী

নয়াদিল্লি: দেশের স্বাধীনতা লাভের ৭৫ বছর পূর্তি আজ। রবিবার স্বাধীনতার প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৈচিত্র্যের মধ্যে ঐক্য মজবুত করার উপর জোর দিয়েছেন তিনি। আজ স্বাধীনতা দিবসে লালকেল্লায় নবম বার জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বদেশী কামান আর্টিলারি গানে হল ২১ বার তোপধ্বনী৷ বেজে উঠল জাতীয় সঙ্গীত৷  প্রধানমন্ত্রীকে দেওয়া হল গার্ড অফ অনার৷  ভারতীয় বায়ুসেনার চপার  থেকে হল পুষ্পবৃষ্টি৷  সেই সঙ্গে চলল প্যারেড৷ 

আরও পড়ুন-স্বাধীনতা দিবসে রাজঘাটে প্রধানমন্ত্রী, জাতির জনককে শ্রদ্ধার্ঘ্য

এই বছর লালকেল্লায় সমবেত হওয়ার জন্য বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, ফুটপাতের বিক্রিতাদেরও। এদিন প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর লালকেল্লার উদ্দেশে রওনা দেন৷ সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি৷ এর পর শুরু হয় জাতির উদ্দেশে ভাষণ৷ এদিন দেশের তৈরি কামান থেকে গান স্যালুটের পর প্রধানমন্ত্রী বলেন, “গত ৭৫ বছর ধরে যে শব্দ শোনার জন্য দেশবাসী অপেক্ষা করেছিল, সেই শব্দ এতদিন পর শোনা গেল। এই প্রথম লালকেল্লায় দেশে তৈরি কামান দিয়ে তোপধ্বনি করা হল।” তিনি আরও জানান, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রায় ৩০০টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বন্ধ করা হয়েছে। সেগুলি সবটাই তৈরি হচ্ছে দেশে৷ 

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিদেশি কামানই ব্যবহার করা হত। এই প্রথম দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে Advanced Towed Artillery Gun System (ATAGS) বা দেশীয় কামান থেকে দেওয়া হল গান স্যালুট। হল ২১টি তোপধ্বনী৷ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ যে আত্মনির্ভর হওয়ার পথে এদিন লালকেল্লা থেকে  সেই বার্তাই যেন পৌঁছে  দিল এই তোপধ্বনি। এই অত্যাধুনিক গানটি তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও৷