নয়াদিল্লি: বিরাট বড় জল্পনা সৃষ্টি হয়েছিল যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নোট ইস্যু করতে চলেছে। সেখানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পাওয়া যাবে। যেমন মহাত্মা গান্ধীর ছবি থাকে টাকায়, ঠিক তেমন। এই খবরের গুঞ্জন বিশাল কৌতূহল বাড়িয়েছিল দেশবাসীর মনে। প্রায় সকলেই এই খবর শুনে বেশ উচ্ছ্বসিতই ছিলেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটালো খোদ আরবিআই। জানান হল এমন কিছুই হচ্ছে না।
আরও পড়ুন- বদহজম না হার্টের সমস্যা বুঝবেন কীভাবে? উপায় রয়েছে অনেক
এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বক্তব্য পেশ করা হয়েছে তা একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যম স্পষ্ট করেছে। সূত্রের খবর, আরবিআই স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, বর্তমান টাকায় কোনও ছবি পরিবর্তনের কোনও প্রস্তাব তারা দেয়নি বা এমন কিছুই হওয়ার সম্ভাবনা নেই। যদিও ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দাবি করেছিল, অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক কয়েকটি নোটের সিরিজ আনতে চলেছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি নোটে এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক ফিগার দেখতে পাওয়া যাবে। কিন্তু আপাতত যে তা হচ্ছে না সেটাই পরিষ্কার হয়ে গেল।
কিন্তু একটা খবর নিয়ে এখনও জল্পনা রয়েই গিয়েছে। জানা গিয়েছিল, আইআইটি-দিল্লির অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আবদুল কালামের ওয়াটার মার্কের একাধিক নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে একটি করে নমুনা বেছে নেওয়া হবে বলে খবর রটেছে। তাহলে সেটাও কি মিথ্যে? প্রশ্ন থেকেই গিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
