চতুর্থ দফায় ইডির জেলার মুখে রাহুল গান্ধী, কংগ্রেস পাল্টাল প্রতিবাদের মঞ্চ

চতুর্থ দফায় ইডির জেলার মুখে রাহুল গান্ধী, কংগ্রেস পাল্টাল প্রতিবাদের মঞ্চ

নয়াদিল্লি: গত সপ্তাহে পরপর তিন দফা জিজ্ঞাসাবাদের পর চতুর্থ দফার জেরার জন্য সোমবার সকাল ১১ টা নাগাদ ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তথা ইডি অফিসে হাজিরা দিলেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। জানা যাচ্ছে, এদিন নির্ধারিত সময়ের আগেই  ইডি অফিসে পৌঁছান রাহুল গান্ধী। অন্যদিকে এদিনও রাহুল গান্ধীর সঙ্গে ইডি অফিসের দরজা পর্যন্ত যান কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। আজও রাহুল গান্ধীর হাজিরার প্রতিবাদে কংগ্রেস দলের সদস্যদের বিক্ষোভ প্রদর্শন করার কথা। কিন্তু এদিন জাতীয় কংগ্রেসের সদর দপ্তরের পরিবর্তে কংগ্রেসের নেতা কর্মীরা দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই যন্তরমন্তরে ব্যাপক পুলিশি প্রহরার ব্যবস্থাও করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য তিন দফা জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবারই ফের চতুর্থ দফার জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাহুল গান্ধীকে। কিন্তু রাহুল গান্ধী ইডি আধিকারিকদের কাছে অনুরোধ করেছিলেন যে, তাঁকে যেন শুক্রবারের পরিবর্তে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। কারণ এই মুহুর্তে তাঁর মা অর্থাৎ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার মায়ের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল। উল্লেখ্য, করোনা পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে এই মুহূর্তে দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গত সপ্তাহেই জানা যায় করোনা পরবর্তী একাধিক জটিলতা রয়েছে তাঁর শরীরে। তাঁর শ্বাসনালীর শেষ প্রান্তে রয়েছে ছত্রাক সংক্রমণ এবং সেই কারণে তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। এমতাবস্থায় মায়ের পাশে থাকতে শুক্রবারের পরিবর্তে সোমবার ইডি অফিসে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী। রাহুলের সেই অনুরোধ মেনে নেন ইডি আধিকারিকরা এবং শুক্রের পরিবর্তে সোমবার সকাল এগারোটার সময় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাহুলকে।

উল্লেখ্য এই নিয়ে চতুর্থবার ইডি অফিসে হাজিরা দিলেন রাহুল গান্ধী। গত সপ্তাহে তাঁকে একটানা ৩০ ঘণ্টা জেরা করেছিলেন অধিদপ্তরের আধিকারিকরা। প্রসঙ্গত ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেনের প্রসঙ্গে তথ্য জানতে চলতি মাসের প্রথম দিকেই রাহুল গান্ধী এবং তাঁর মা অর্থাৎ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেই সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হন এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আর তাই রাহুল গান্ধী একাই আপাতত ইডি আধিকারিকদের মুখোমুখি হচ্ছেন।

অন্যদিকে রাহুল গান্ধীকে টানা জিজ্ঞাসাবাদের প্রতিবাদে ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। তবে গত সপ্তাহের মতো তারা কংগ্রেসের সদরদপ্তরে বিক্ষোভ প্রদর্শন করছেন না। সোমবার সকাল থেকে কংগ্রেস সমর্থক এবং কর্মীরা ভিড় জমিয়েছেন যন্তরমন্তরে এবং সেখানেই রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে চলছে বিক্ষোভ। উল্লেখ্য গতকাল অর্থাৎ রবিবার যন্তরমন্তরে ভারতের সশস্ত্র বাহিনীতে নিয়োগের মডেল অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে। এমনকি এই বিক্ষোভে সামিল হয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কন্যা তথা জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =