নয়া টাস্ক ফোর্স গড়লেন সোনিয়া, জায়গা হল না ছেলেরই

নয়া টাস্ক ফোর্স গড়লেন সোনিয়া, জায়গা হল না ছেলেরই

নয়াদিল্লি: দেশের বিরোধী শিবিরের ‘মুখ’ হয়েও বিগত কয়েক বছরের নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস। দলের অন্দরে ক্ষোভ, কটাক্ষ সবই হয়েছে এর মধ্যে। এমনকি দলের সভাপতি নির্বাচন নিয়েও কোন্দল হয়েছিল। শেষে সোনিয়া গান্ধীই এই দায়িত্ব নেন। এবার তাদের পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগে দলের গঠন আরও মজবুত করার প্রস্তুতি নিয়েছে ‘হাত’ শিবির। সেই জন্য এদিন সদ্যসমাপ্ত চিন্তন শিবিরের সিদ্ধান্ত মেনে বড় পদক্ষেপ নেওয়া হল। কিন্তু দায়িত্ব থেকে বাদ পড়লেন খোদ রাহুল।

আরও পড়ুন: মৌসম ভবন থেকে স্বস্তির বার্তা! কবে আসছে বর্ষা?

আসলে কংগ্রেসের হাল কী ভাবে ফেরত আনা যায় সেই প্রেক্ষিতে নয়া টাস্ক ফোর্স গঠন করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কিন্তু এই টাস্ক ফোর্সে ঠাঁই হয়নি তাঁর পুত্র তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীরই! তাৎপর্যপূর্ণ ভাবে আট সদস্যের এই টাস্ক ফোর্সে নাম নেই তাঁর। কেন তাঁকে রাখা হয়নি, কী ভিত্তিতে এই সিদ্ধান্ত সেই ব্যাপারে কংগ্রেস শিবির থেকে কিছুই বলা হয়নি। তবে এই সিদ্ধান্ত যে তাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বোঝা যায়। গত সপ্তাহেই রাজস্থানের উদয়পুরে তিন দিনের চিন্তন শিবির করেছিল কংগ্রেস। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাহুল গান্ধী তো নেই, তাহলে কে কে আছেন এই কমিটিতে? জানা গিয়েছে, টাস্ক ফোর্সে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী সুনীল কানুগোলু সহ পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, প্রিয়াঙ্কা গান্ধী, অজয় মাকেন, কেসি বেণুগোপাল এবং রণদীপ সিংহ সুরজেওয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + fifteen =