নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই নিয়ে টানা তিন দিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। সব মিলিয়ে ৩০ ঘণ্টার ওপর গোয়েন্দাদের প্রশ্নের সম্মুখিন হয়েছেন কংগ্রেস সাংসদ। তাতেও কি সন্তুষ্ট হয়েছে ইডি? আর এত সময় ধরে তাঁকে কোন কোন প্রশ্নই বা করা হল? সব নিয়ে কৌতূহল বাড়ছে। এদিকে বৃদ্ধি পাচ্ছে কংগ্রেস নেতা, কর্মীদের মধ্যে ক্ষোভও।
আরও পড়ুন- দেশে প্রতি মানুষের গড় আয়ু কমছে ৫-৭ বছর করে! হঠাৎ কী কারণ
রাহুল গান্ধীকে এইভাবে ইডি তলবের প্রতিবাদে কংগ্রেস ‘সত্যাগ্রহ’ কর্মসূচি পালন করছে। সেই নিয়ে উত্তপ্ত হয় রাজধানী দিল্লি। কংগ্রেস নেতাদের অভিযোগ ছিল, পুলিশ তাদের দফতরের ভেতরে ঢুকে এসে কর্মীদের মারধর করেছে। এই নিয়েই বিরাট উত্তেজনা সৃষ্টি হয়ে দিল্লিতে। কিন্তু জিজ্ঞাসাবাদ থামায়নি ইডি। তিন দিন ধরে বেশ কয়েক দফায় প্রায় ৩০ ঘণ্টা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। তবে ঠিক কী নিয়ে প্রশ্ন করা হল তাঁকে? সূত্রের খবর, ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হয়েছে কংগ্রেস সাংসদকে। সংস্থাটির আর্থিক লেনদেন সম্পর্কেও তারা জানতে চেয়েছে। জানা গিয়েছে, সংস্থা সংক্রান্ত বেশি কিছু নথি ইডিকে দেখিয়েছেন রাহুল।
রাহুলের মতো সোনিয়া গান্ধীকেও তলব করেছিল ইডি। কিন্তু হাজিরা দেওয়ার আগেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। ফলে সেই তলবে যেতে পারেননি কংগ্রেস সভানেত্রী। এখন কোভিড মুক্ত হলেও তিনি হাসপাতালে ভর্তি করোনা পরবর্তী সমস্যার জন্য। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে, রক্তও বেরিয়েছে। তাই চিকিৎসকরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন।