পায়ে হেঁটেই ইডি অফিসে গেলেন রাহুল, দেখালেন ‘সত্যাগ্রহ’

পায়ে হেঁটেই ইডি অফিসে গেলেন রাহুল, দেখালেন ‘সত্যাগ্রহ’

নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। নির্ধারিত দিনেই তিনি হাজিরা দিলেন কিন্তু তাঁর এই হাজিরা হল অন্য ধরণের। দিল্লিতে কংগ্রেসের সদর দফতর থেকে পায়ে হেঁটে তিনি ইডি দফতরে গেলেন সোনিয়া পুত্র। আগেই কংগ্রেসের অন্যান্য নেতা এবং কর্মীরা ‘সত্যাগ্রহ’ মিছিলের ডাক দিয়েছিল। কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি তা নিয়ে গোলমাল হয়। কিন্তু রাহুল নিজে অন্য ‘সত্যাগ্রহ’ দেখালেন বটে।

আরও পড়ুন- কয়লা পাচার-মামলায় কবে হাজির হতে পারবেন, অভিষেক-পত্নী রুজিরার কাছে জানতে চাইল ED

আজ পূর্ব পরিকল্পিত ভাবে ‘সত্যাগ্রহ’ মিছিলের আয়োজন করেছিলেন দিল্লি কংগ্রেসের কর্মীরা। কিন্তু পরবর্তী সময়ে তাদের সঙ্গে পুলিশের বচসা হয়। মিছিলের অনুমতি না থাকায় পুলিশ কংগ্রেস কর্মীদের আটক করে। একাধিক কংগ্রেস নেতা-কর্মীদের মুখে ছিল ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগান। এসবের মাঝেই ইডি দফতরে হাজিরা দিতে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার আগে আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের সামনে জমেছিল হাত সমর্থকদের ভিড়। সেখান থেকেও বেশ কয়েক জনকে পুলিশ আটক করেছে।

প্রসঙ্গত, গত ১ জুন ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল ও সোনিয়া গান্ধীকে তলব করেছিল ইডি। ৮ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সোনিয়ার। তবে তিনি কোভিড আক্রান্ত হওয়ায় সেদিন হাজিরা দিতে পারেননি। পরে তিনি হাসপাতালেও ভর্তি হয়েছেন। অন্যদিকে, রাহুলের যাওয়ার কথা থাকলেও তিনি দেশের বাইরে ছিল। তবে আজ তিনি সেখানে হাজিরা দিতে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =