নয়াদিল্লি: গোধরায় সাবরমতী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা এখনও আতঙ্ক সৃষ্টি করে ভারতবাসীর মনে। ২০০২ সালে ফেব্রুয়ারি মাসে করসেবকদের পুড়িয়ে মারার এই ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় এক যাবজ্জীবন সাজাপ্রাপ্তের জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দোষী ফারুককে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে নিম্ন আদালতকে। দীর্ঘ ১৭ বছর ধরে ফারুক জেলবন্দি।
আরও পড়ুন- ‘CBI যদি এত স্মার্ট হয় তাহলে…’ লালনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন মমতা
ট্রেনে আগুন লাগার যে ঘটনা ঘটেছিল তার পর কার্যত দাঙ্গা ছড়িয়ে পড়ে গুজরাট জুড়ে। অভিযোগ উঠেছিল, উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছিল রাজ্যের মুসলিমদের ওপর। গোটা রাজ্যে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বলি হন এই ঘটনায়। সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত বিরোধীদের একাংশ তাঁকে আক্রমণ করে এই ঘটনা প্রসঙ্গে। ঘটনার তদন্তে সুপ্রিম কোর্ট বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল। গুজরাট সরকারের তরফে গঠন করা হয় একাধিক কমিশনও। পরে প্রকাশ্যে এসেছিল যে, গোধরার অগ্নিকাণ্ড কোনও দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র ছিল।
২০১১ সালে ফাস্ট ট্র্যাক কোর্ট গোধরাকাণ্ডে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। তাদের মধ্যে ১১ জনের ফাঁসির সাজা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় ২০ জনের। মুক্তি পান অভিযুক্ত ৬৩ জন। তবে ২০১৭ সালে গুজরাট হাইকোর্ট ওই ১১ জনের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবনের সাজা দেয় বাকিদের মতোই।