মুম্বই: রাজনৈতিকভাবে এখন খুবই বিচলিত মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরে সরকার প্রায় পতনের ধারে দাঁড়িয়ে রয়েছে। একাধিক শিবসেনা বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন বলেই খবর। এরই ভিত্তিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন শিবসেনা নেতা তথা মন্ত্রী একনাথ শিন্ডে। এই আবহে ঠাকরে সরকার আরও টলমল হল কারণ তাদের সাংসদ সঞ্জয় রাউতকে আচমকা তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি।
আরও পড়ুন- সিভিক পুলিশ, সিভিক সেনা, এবার সিভিক শিক্ষক! কটাক্ষ সেলিমের
সূত্রের খবর, জমি দুর্নীতি মামলায় তলব করা হয়েছে শিবসেনার এই নেতা তথা সাংসদকে। এই মামলায় অনেক আগেই রাউতের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এখন আবার হঠাৎ একই মামলায় আবার তলব করা হল তাঁকে। এও জানা গিয়েছে, সঞ্জয় রাউতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি’র আধিকারিকরা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু সকলের অনুমান, ‘যে সময়’ তাঁকে হাজিরা দিতে বলা হচ্ছে তা বুঝে তিনি এখনই হাজিরা দিতে যাবেন না। রাজ্যের অবস্থা নিয়ে বিগত কয়েক দিন ধরেই সরব তিনি। তাই বিশেষজ্ঞরা মনে করছেন এই তলবের কারণ হিসেবে শিবসেনা প্রতিহিংসার তত্ত্ব খাঁড়া করবে।
আসলে সঞ্জয় রাউত বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করেছেন যে, বিধানসভায় তারাই জিতবেন। রাস্তায় নেমে আন্দোলন হলেও বিরোধীরা জিততে পারবে না। যদিও সম্প্রতি সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে একনাথ শিন্ডে দাবি করেছেন, শিবসেনা পরিষদীয় দলের ৩৮ জন সদস্য তাঁদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এই সরকার থেকে। তাই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে আগাড়ী সরকার।