জ্ঞানবাপী মসজিদ চত্বরে শিবলিঙ্গ? এলাকার সিলের নির্দেশ আদালতের

জ্ঞানবাপী মসজিদ চত্বরে শিবলিঙ্গ? এলাকার সিলের নির্দেশ আদালতের

উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদ মামলায় চাঞ্চল্যকর মোড়। দিন কয়েক আগেই এই মসজিদ চত্বর প্রসঙ্গে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য একটি সার্ভে করার নির্দেশ দিয়েছে আদালত। আর সেই সার্ভে চলাকালীনই মসজিদ চত্বর থেকে শিবলিঙ্গ উদ্ধারের দাবি করেছেন মামলাকারী এক আইনজীবী। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে আইনজীবীর দাবির সত্যতা খতিয়ে দেখতে তৎক্ষণাৎ নির্দিষ্ট মসজিদ চত্বর সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে বেনারস আদালত।

জ্ঞানবাপী মসজিদ মামলায় যে সার্ভে চলছে সেই সার্ভে চলাকালীন পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে গত কয়েকদিন ধরে মসজিদ চত্বরে যে সার্ভে চলছে আজ সোমবার তার তৃতীয় এবং শেষ দিন। এদিনই মামলার শুনানির সময়ে ওই আইনজীবী দাবি তোলেন যে মসজিদ চত্বরে সংশ্লিষ্ট একটি স্থানে শিবলিঙ্গের অবস্থান রয়েছে। আর তাতেই নড়েচড়ে বসে আদালত। তৎক্ষণাৎ মসজিদ চত্বরটি সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা যাচ্ছে, জ্ঞানবাপী মসজিদ চত্বরে একটি পুকুর থেকে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে আদালতে দাবি করেছেন সংশ্লিষ্ট মামলার এক আইনজীবী। এরপরে সোমবার দুপুরে সিভিল কোর্টের জর্জ রবিকুমার দিবাকর তথ্য-প্রমাণের সুরক্ষার জন্য জায়গাটি সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে সেখানে পাহারা মোতায়েনের নির্দেশ দেন। এর সঙ্গেই জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই প্রসঙ্গে আরও বিস্তারিত তথ্য সামনে আনা হবে বলে খবর। এদিকে এই একদিনের মধ্যে মসজিদের অভ্যন্তরে যে স্থান থেকে শিবলিঙ্গ মিলেছে বলে দাবি করা হচ্ছে, সেখানে কোনও ব্যক্তি প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে এলাকাটি সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট মসজিদ চত্বরে পাহারায় থাকবেন জেলাশাসক ও পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কমান্ড্যান্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eleven =