মেয়াদ শেষ সুশীল চন্দের, দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

মেয়াদ শেষ সুশীল চন্দের, দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

নয়া দিল্লি: আগামী ১৫ মে থেকে দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন রাজীব কুমার। বৃহস্পতিবার সকালে একটি টুইট বার্তায় এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু। জানা যাচ্ছে, আগামী শনিবার অর্থাৎ ১৪ মে কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে বর্তমান মুখ্য নির্বাচন আধিকারিক সুশীল চন্দের। এবার পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাজীব কুমার।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে টুইটারে লেখেন, ‘ভারতীয় সংবিধানের ৩২৪ ধারার ২ নম্বর অনুচ্ছেদ অনুসারে দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হতে চলেছেন রাজীব কুমার। তাঁকে মনোনীত করেছেন মাননীয় রাষ্ট্রপতি স্বয়ং। এই নিয়োগ আগামী ১৫ মে থেকে কার্যকর হবে এবং রাজিব কুমার সুশীল চন্দের স্থলাভিষিক্ত হবেন। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনারকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা।’

ভারতের রাজনীতিতে রাজীব কুমার একটি অত্যন্ত জনপ্রিয় নাম। এই রাজীব কুমারই ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটিয়ে চারটি বৃহৎ ব্যাংক গঠন করেছিলেন। তিনি ঝাড়খন্ড ক্যাডারের ১৯৮৪-এর ব্যাচের একজন আইএএস অফিসার। ২০২০ সালে তাঁকে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করেন মুখ্য নির্বাচন কমিশনার। এছাড়া প্রায় তিন দশক ধরে আমলা হিসেবে তিনি দেশ সেবার কাজে নিয়োজিত। এই দীর্ঘ সময়কালে কেন্দ্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তিনি কাজ করেছেন এবং অত্যন্ত দায়িত্বের সঙ্গে সেই সমস্ত পদের মর্যাদা রেখেছেন। একসময় রাজীব কুমার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার দফতরের যুগ্ম সচিব এবং পরে ওই দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবেও নিযুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বভার সামলেছেন।

অন্যদিকে বছরের শুরুতে পাঁচ রাজ্যের বিধানসভা নিরবাচন শেষে এবার পালা গুজরাটের। চলতি বছরের শেষের দিকেই মোদির গড়ভূমি গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মনে করা হচ্ছে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার আগেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন রাজীব কুমার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =