নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেস দলের জন্য সময়টা একদম ভাল যাচ্ছে না। রাজ্যে গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, নয়াদিল্লিতে সাসপেন্ড হলেন তৃণমূলের রাজ্যসভার সাতজন সাংসদ। সংসদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জেরেই তাদের সাসপেন্ড করা হয়েছে। এই সাংসদদের মধ্যে রয়েছেন সুস্মিতা দেব, দোলা সেন, মৌসম বেনজির নূর, নাদিমুল হক, শান্তা ছেত্রী, আবির রঞ্জন বিশ্বাস, শান্তনু সেন।
আরও পড়ুন- জিওর পর রিলায়েন্স রিটেলের দায়িত্বও ছাড়ছেন মুকেশ আম্বানি, আসছে পরের প্রজন্ম
মেঘালয়ের গারো ও খাসি ভাষার স্বীকৃতির দাবিতে একযোগে সরব মুকুল সাংমারা। তাদের সঙ্গত দেয় তৃণমূল কংগ্রেস। সংসদের বাদল অধিবেশনে ধর্না, বিক্ষোভ কর্মসূচির ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে তাকে বুড়ো আঙুল দেখিয়েই এদিন বিক্ষোভ চলছিল। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে স্লোগান দেওয়া হচ্ছিল। সেই প্রেক্ষিতেই তৃণমূলের সাতজন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। চলতি সপ্তাহের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে। তবে শুধু তৃণমূল কংগ্রেস নয়, রাজ্যসভার মোট ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে ৪ জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল।