নয়াদিল্লি: হিন্দি ভাষা নিয়ে তরজা অনেক দিন ধরেই চলছে। ভাষাকে একটি মাপকাঠি হিসেবে ধরে নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বলেও বিজেপি সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। আদতে যে একটি ভাষা কিছুর মাপকাঠি হতে পারে না তা বোঝানোর চেষ্টাও হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা? হিন্দি ভাষা নিয়ে বিতর্ক আরও বাড়ল এক অধ্যাপকের টুইটকে কেন্দ্র করে। সেই টুইটে তিনি সরাসরি নিশানা করেছেন বাঙালিকে।
আরও পড়ুন- আধারের ব্যক্তিগত তথ্য কি ফাঁস হয়েছে? জবাব দিল কেন্দ্র
ইউনেস্কোর চেয়ারপার্সন তথা উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত গবেষণা বিভাগের অধ্যাপক অশোক স্বৈন একটি বিতর্কিত টুইট করেছেন সম্প্রতি। তাতে তিনি লিখেছেন, ”বাঙালিরা যখন হিন্দি বলার চেষ্টা করে, তখন তা সকলের কাছে এবং সবকিছু অপমান।” তাঁর এই মন্তব্য অধিকাংশ নেটিজেনই ভালো ভাবে নেয়নি। বাঙালি তো বটেই, অনেক অ-বাঙালিও এই টুইটের বিরুদ্ধে নিজেদের মত জানিয়েছেন। সকলের বক্তব্য, একটি ভাষা দিয়ে কখনও কাউকে মাপা ঠিক নয়। আবার কেউ লিখেছে, নতুন কোনও ভাষা শেখা বা বলার ওপর কিছু নির্ভর করে না। আবার অনেকেই হিন্দি ভাষীদের বাংলা বলা নিয়ে কটাক্ষ করেছে।
কিন্তু আগেই আবার দাবি করা হচ্ছিল যে হিন্দি ভারতের রাষ্ট্র ভাষা। যদিও তার কোনও প্রমাণ নেই বলেই মনে করে একটা বৃহৎ অংশ। দেশের সংবিধানও এমনটা বলে না বলে দাবি করেছে অন্য পক্ষ। সিনেমা জগতে এই নিয়ে তোলপাড় পড়ে যায় অভিনেতা অজয় দেবগণের মন্তব্যে। মূলত দক্ষিণ ভারত এবং উত্তর ভারত নিয়ে তর্ক শুরু হয়। যার রেশ এখনও চলছে।
