নয়াদিল্লি: ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরেই আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশ রাশিয়ার উপর গুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে৷ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে আমেরিকা ও ইউরোপের একাধিক দেশ৷ অর্থনৈতিক চাপে পড়ে ভারতকে নয়া প্রস্তাব দিয়েছে পুতিন প্রশাসন। জলের দরে ভারতের কাছে তেল বিক্রি করতে চায় তারা। তবে এই ইস্যুতে ক্ষুব্ধ আমেরিকা ভারতকে চরম হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়া থেকে তেল কিনলে ফল ভুগতে হবে, এমনই ‘হুমকি’ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন- বিধি প্রত্যাহারের প্রথম দিনেই দেশে বাড়ল সংক্রমণ! বৃদ্ধি মৃত্যুরও
ভারত যাতে রাশিয়ার কাছ থেকে আরও বেশি করে তেল আমদানি করতে পারে তার জন্য অনেকখানি দাম কমাতেও রাজি রয়েছে মস্কো। এদিকে, দু’দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ৷ নয়াদিল্লির সঙ্গে এ প্রসঙ্গে তাঁর কথাবার্তা হওয়ার সম্ভাবনাও রয়েছে৷ এরই মাঝে এসেছে আমেরিকার সতর্কবাণী। তাদের বক্তব্য, রাশিয়া থেকে ক্রমাগত তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করলে তার ফল ভুগতে হবে নয়াদিল্লিকে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর চরম ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। তারা একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে, ভারত এখনও পর্যন্ত সরাসরি রাশিয়ার বিরোধিতা করেনি, উলটে দেশে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। সব মিলিয়ে আরও কড়া অবস্থান নিচ্ছে আমেরিকা।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই ইস্যুতে জানান, তারা কিছুতেই চান না ভারত এই রকম একটা সময়ে রাশিয়ার থেকে তেলে কেনার পরিমাণ বাড়িয়ে দিক। আসলে তারা যুদ্ধ ইস্যুতে ভারতকে পাশে চায়। আর তাদের পাশে দাঁড়াতে গেলে ভারতকে রাশিয়ার বিরোধিতা করতে হবে। সেটাই ভারত করছে না।