হবু বরের পরচুলা সরে যেতেই বেরিয়ে এল টাক, ছাদনাতলায় বিয়ে বাতিল করল পাত্রী

হবু বরের পরচুলা সরে যেতেই বেরিয়ে এল টাক, ছাদনাতলায় বিয়ে বাতিল করল পাত্রী

লখনউ:  বাস্তব ঘটনা থেকেই সিনেমা শুরু হয়। কিছু কিছু গল্প অনেক সময় অনেকটা সিনেমার মতো হয়। আয়ুশমান খুরানা অভিনীত বালা সিনেমার ঝলক যেন দেখা গেল উত্তরপ্রদেশে। পরচুলা নিয়ে বিয়ে করতে এসেছিলেন বর। পড়ে যেতেই পরচুলা থেকে বেরিয়ে এল মাথা জোড়া টাক। তারপরেই কনে বাতিল করে দেয় বিয়ে। 

বিয়ের বেশিরভাগ অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। ছাদনাতলায় চার হাত এক করাটাই বাকি। কিন্তু তার আগেই সংজ্ঞা হারালেন হবু বর। পড়ে গেলেন তিনি। আর তাতেই সরে গেল পরচুলা। বেরিয়ে এল টাক। তাই দেখে বেজায় ক্ষেপে গেলেন তরুণী। বিয়ের করবেন না বলে গোঁ ধরে বসেন। পরিবার থেকে আত্মীয়স্বজন সকলেই বোঝানোর চেষ্টা করেছিলেন। কোনও লাভ হয়নি। ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়। পুলিশও তরুণীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। বিয়ে না করার সিদ্ধান্তে অনড় ছিলেন তরুণী। তাই কনে ছাড়াই বরকে ফিরে যেতে হল বাড়িতে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের সময় থেকেই স্নায়ুর চাপে ভুগছিলেন বর। আচার অনুষ্ঠান সব হয়ে গিয়েছিল। ছাদনাতলায় আনার সময় হবু বরের মাথা ঘুরতে থাকে। এবং তিনি সংজ্ঞা হারিয়ে পড়ে যান। এরপরেই সারা বিয়ে বাড়িতে হইচই পড়ে যায়। বর সংজ্ঞা হারিয়েছেন বলে যতনা হইচই তার থেকে বেশি হবু বরের মাথা থেকে পড়ে গিয়েছে পরচুলা। তার থেকেই বেরিয়ে এসেছে টাক। সেই টাক দেখেই অগ্নিশর্মা কনে। টেকো বরের সঙ্গে তিনি কোনওভাবেই বিয়ে করবেন না। তিনি বিয়ে বাতিল করে দেন। 

এদিকে বিয়ের জন্য কনের বাড়ি থেকে খরচ হয়ে গিয়েছে ৫.৫ লক্ষ টাকা। কনের বাড়ি থেকে সেই টাকা ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়। বরপক্ষ তো তা দিতে মোটেই রাজি নয়। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা থামাতে হয় পুলিশ হাজির হয়। পুলিশও প্রায় ব্যর্থ হয়। অবশেষে পঞ্চায়েতের মধ্যস্থতায় রফা হয়। কনে পক্ষকে ক্ষতিপূরণ দিয়ে বউ ছাড়াই কানপুরে ফিরে গেলেন বর। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =