বিজেপিও ভোট দেবে! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আশাবাদী যশবন্ত

বিজেপিও ভোট দেবে! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আশাবাদী যশবন্ত

নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী ঠিক করেছে বিরোধী দলগুলি। এনডিএ জোটের মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিপরীতে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। আপাত নিরিখে সকলের মতে তিনি পিছিয়েই রয়েছেন। কিন্তু যশবন্ত নিজে এই নির্বাচন নিয়ে বিরাট আশাবাদী। এমনকি তিনি মনে করছেন বিজেপি ভোটও তিনি পাবেন। তাই তাঁর অনুমান ঠিক থাকলে পরবর্তী রাষ্ট্রপতি যে তিনিই হচ্ছেন তা ভেবেই ফেলেছেন বিরোধীদের রাষ্ট্রপতি পদ প্রার্থী।

আরও পড়ুন: যশবন্তে অস্বস্তি বঙ্গ সিপিএমের! দ্রৌপদী মুর্মুকে সমর্থন জেএমএমের! শুরুতেই টালমাটাল বিরোধী জোট?

যশবন্ত সিনহার অনুমান, বিজেপির অনেক লোক দলের ওপর ক্ষুব্ধ আছেন। গোপন ব্যালটে যেহেতু ভোট হবে তাই বিজেপির একাংশের ভোটও তিনি পাবেন। এমনটাই মনে করছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাই এই নির্বাচনের নিজের জেতা নিয়ে আশাবাদী হচ্ছেন তিনি। যদিও এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সামনে আসছে তাতে কার্যত তাঁর থেকে অনেকটাই এগিয়ে এনডিএ জোটের মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছাড়াও বিজেডি, নীতীশ কুমারের জেডি ইউ তাঁকে সমর্থন করবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ওয়াইএসআর কংগ্রেস, বহুজন সমাজ পার্টি ও টিআরএস’কেও পাশে পাবে বলে আশা রাখছে বিজেপি। তাই যশবন্ত সিনহার জন্য বিষয়টি যে অত সহজ হবে তা নয়।

ঘটনাচক্রে, ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর বাবা তথা দলের প্রধান শিবু সোরেনের সঙ্গে দ্রৌপদীর সম্পর্ক অত্যন্ত ভাল। অন্যদিকে আবার যশবন্ত সিনহার জন্ম বিহারে। তাঁর রাজনৈতিক জীবন আবর্তিত হয়েছে ঝাড়খণ্ড ঘিরে। কিন্তু তা সত্ত্বেও জেএমএম এনডিএ প্রার্থীকেই সমর্থন করবে বলে জানা যাচ্ছে। এখন ভোটের দিন কার ভাবনা কোন দিকে যায় সেটা তো সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 14 =