কাঠ চেরাই মেশিনে স্ত্রী ও দুই সন্তানকে ঢুকিয়ে খুন করে আত্মঘাতী স্বামী

কাঠ চেরাই মেশিনে স্ত্রী ও দুই সন্তানকে ঢুকিয়ে খুন করে আত্মঘাতী স্বামী

চেন্নাই:  চেন্নাইয়ে একই পরিবারের চার জনের দেহ উদ্ধার করা হল। ঘটনার পরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, চারজন আত্মহত্যা করেছে। প্রথমে কাঠ চেরাইয়ের মেশিন দিয়ে দুই সন্তান ও স্ত্রীকে খুন করে বাড়ির কর্তা। তারপরেই নিজেই আত্মহত্যা করেন। 

পুলিশ সূত্রের খবর, চেন্নাইয়ের প্রান্তিকের পাল্লাভরম এলাকার বাসিন্দা প্রকাশ ও গায়েত্রী। তাঁদের দুই সন্তানের একজনের বয়স ১৩ বছর অন্যজনের বয়স ৯ বছর। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না। শনিবার সকাল থেকেই ওই পরিবারের কাউকে দেখতে পাওয়া যায় না।  এতেই প্রতিবেশীদের সন্দেহ হয়। প্রকাশ ও গায়েত্রীর বাড়ি যেতেই তাঁরা দেখতে পান, ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে চার জনের দেহ পড়ে রয়েছে। সারা বাড়ি রক্তে ভেসে যাচ্ছে। এরপরেই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। 

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই পরিবার আত্মহত্যা করেছে। ব্যবসায় লোকসানের জেরে প্রকাশ পরিবারের সকলকে খুন করে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসার জন্য প্রকাশ একাধিক জায়গা নিয়ে ধার নিয়েছিলেন। কিন্তু তা শোধ করতে পারছিলেন না। পুলিশ মনে করছেন, অসম্মান থেকে বাঁচতে এই চরম সিদ্ধান্তই মেনে নিয়েছিলেন প্রকাশ। পুলিশ জানিয়েছে, প্রথমে দুই সন্তান ও পরে স্ত্রীকে কাঠ চেরাইয়ের ইলেকট্রিক মেশিনের সাহায্যে খুন করে। পরে তিনি নিজে আত্মঘাতী হন।

তবে চেন্নাই পুলিশ জানিয়েছে, তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হবে। দেহগুলো বর্তমানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে. এর রিপোর্ট জানার পরেই কীভাবে মৃত্যু হয়েছে চারজনের, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =