ক্যানসারকে হারিয়ে ৩২-এই বাজিমাত! দশটি প্রাইভেট জেটের মালিক এই তরুণী

ক্যানসারকে হারিয়ে ৩২-এই বাজিমাত! দশটি প্রাইভেট জেটের মালিক এই তরুণী

নয়াদিল্লি:  ব্যবসায়ী পরিবারের মেয়ে। তাই ব্যবসা ছিল তাঁর রক্তেই। ছোট থেকেই স্বপ্ন ছিল নিজে কিছু করে দেখানোর। পছন্দ ছিল উড়োজাহাজ। সেই স্বপ্নে ভর করেই মাত্র ৩২ বছর বসয়ে অসাধ্যসাধন করলেন ‘জেট সেট গো’র মালিক ভোপালে মেয়ে কণিকা তেকরিওয়াল৷ এই বয়সেই ১০টি প্রাইভেট জেটের মালিক তিনি৷ শুনে স্বপ্ন মনে হলেও, এটাই বাস্তব৷ 

আরও পড়ুন- কোনমতেই অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার হবে না, স্পষ্ট বার্তা সেনাপ্রধানদের

ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ করার পর কখনও ‘বুলস এভিয়েশন’, কখনও বা ‘এরোস্পেস রিসোর্স’, তাঁর জীবনের সঙ্গে সবসময়ই জুড়ে ছিল উড়োজাহাজ৷ কিন্তু, নিজে কিছু করে দেখানোর জেদ তাঁকে তাড়া করে বেরাচ্ছিল৷ ঠিক সেই সময়ই ধরা পড়ে মারণ ক্যানসার। সালটা ২০১২৷ কণিকার বয়স তখন মাত্র ২২৷ তবে কখনই অসুস্থতায় ভেঙে পড়েনি তিনি৷ লুকিয়েও রাখেননি৷ বরং কথা বলেছেন মন খুলে৷ এতে মনোবল অনেকটাই বেড়েছিল তাঁর। ৯ মাস  ধরে কেমোথেরাপি চলে৷ যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না৷ কিন্তু, হাল ছাড়েননি। এক বছর পর ক্যানসারকে জয় করে ফের নতুন উদ্যমে মাঠে নেমে পড়েন৷ 

এর পরেই শুরু ‘জেট সেট গো’র পথ চলা৷ যাকে অনেকেই বলেন ‘আকাশ ট্যাক্সি’৷ কারণ ট্যাক্সি বা ওলা-উবেরের মতোই এখানে ভাড়া পাওয়া যায় জেট প্লেন৷ মুম্বই, বেঙ্গালুরু, দিল্লির পাশাপাশি দেশের বাইরে নিউ ইয়র্ক, দুবাই সফরেও মিলবে ‘আকাশ ট্যাক্সি’র পরিষেবা৷ 

জেট সেট গো-র হাত ধরেই ২০১৬ সালে ফোর্বসের অনূর্ধ্ব ৩০-এর তালিকায় ঢুকে পড়েছিলেন কণিকা। বিবিসি-র উদ্যমী মহিলাদের তালিকার সাত নম্বরে স্থান হয়েছিল তাঁর। ‘ন্যাশনাল অন্ত্রোপ্রণরশিপ অ্যাওয়ার্ড’ও রয়েছে তাঁর ঝুলিতে৷