নয়াদিল্লি: আজ বড় রকমের স্বস্তি পেল দেশের সাধারণ মানুষ কারণ করোনাভাইরাস পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে এসেছে। দৈনিক সংক্রমণ বিগত দিনের তুলনায় একই থাকলেও কমেছে অ্যাক্টিভ কেস। পাশাপাশি মৃত্যুর সংখ্যা ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এখনই অসচেতন হওয়ার কোনো কারণ নেই বলে বার্তা দেওয়া হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের তরফ থেকে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১১৯ জন এবং সুস্থ হওয়ার সংখ্যা ১০ হাজার ২৬৪ জন। এই একই সময়ে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। এদিকে দেশের অ্যাক্টিভ কেসের সংখ্যা আপাতত দাঁড়িয়েছে ১ লক্ষ ৯ হাজার ৯৪০ জন, যা বিগত ৫৩৯ দিনের সব থেকে কম। অন্যদিকে গোটা দেশজুড়ে এই মুহূর্ত পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৩২ কোটি ৩৩ লক্ষ ১৫ হাজার ৫০ ডোজ। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ৪৪ হাজার ৮৮২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৯৮০ জন। আপাতত দেশের সংক্রমণের হার ৫.৪৩ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ০.৭৯ শতাংশ।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বাংলায় ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮০৩ জন এবং তার মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত ২৪৭ জন। এর পরে রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১৪৪ জন। এদিকে এই একই সময়ে রাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ১২ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮১১ জন। আপাতত রাজ্যের সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। পাশাপাশি রাজ্যের পজিটিভিটি রেট ২.০৬ শতাংশ।