গন্তব্যের আরও কাছে আদিত্য-এল১, সৌরযানের অভিযান নিয়ে কী আপডেট ইসরোর?

গন্তব্যের আরও কাছে আদিত্য-এল১, সৌরযানের অভিযান নিয়ে কী আপডেট ইসরোর?

aditya l1

বেঙ্গালুরু: পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে সূর্যের আরও কাছাকাছি পৌঁছে গেল ইসরোর তৈরি সৌরযান আদিত্য-এল১। সূর্যের হালহকিকত জানতে আদিত্যর গন্তব্য পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী ল্যাগরেঞ্জ পয়েন্ট ১৷ নতুন ঠিকানার খুব কাছে পৌঁছে গিয়েছে ভারতের প্রথম সৌরযান। ইসরো জানিয়েছে, ল্যাগরেঞ্জ পয়েন্ট১ বা এল১ পয়েন্টের চারদিকে হ্যালো কক্ষপথ থেকে সৌরযানটি কাজ করবে৷ পৃথিবী থেকে এর দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার৷ 

ল্যাগরেঞ্জ পয়েন্টে মোট পাঁচটি পয়েন্ট রয়েছে। এল১ থেকে এল৫ পর্যন্ত এর বিস্তৃতি৷ এই পয়েন্টগুলি ত্রিমাত্রিক। অনেকের মনেই প্রশ্ন, পাঁচটি পয়েন্টের মধ্যে কেন এল১ পয়েন্টকেই বেছে নেওয়া হল? বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী এবং সূর্যের মাঝে থাকে এই এল১ পয়েন্ট থেকেই মহাজাগতীয় বস্তু নিপুণ ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। তাছাড়া এই পয়েন্টে গিয়ে পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি ব্যালান্স হয়ে যায়। এই অঞ্চলে যে কোনও স্পেসক্রাফট স্বল্প জ্বালানিতে দীর্ঘসময় স্থির হয়ে থাকতে পারে। ওই পয়েন্ট থেকে সূর্যকে কাছ নিরীক্ষণ করাও সম্ভব। এই ল্যাগরেঞ্জ পয়েন্টে সূর্য ও পৃথিবীর আকর্ষণ সরাসরি পড়বে না স্পেসক্রাফ্টে। ফলে সেটি সূর্যের দিকে যেমন এগিয়ে যাবে না, আবার পৃথিবীর দিকে পিছিয়েও আসবে না। সূর্যের তেজও কোনও ক্ষতি করতে পারবে না৷ ল্যাগরেজ পয়েন্টে স্থির হয়েই সূর্যের ছবি তুলবে সে৷ সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য বিজ্ঞানীদের হাতে আসবে বলেও মনে করা হচ্ছে। সূর্যের করোনা, ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ার সম্পর্কেও অনেক অজানা তথ্যও জানতে পারবেন বিজ্ঞানীরা৷ 

গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের পথে পাড়ি দেয় আদিত্য-এল১। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে তার চারপাশ পাক খেতে খেতে অবশেষে পৃথিবীর মায়া কাটিয়ে ফেলেছে সে৷ পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর মাধ্যাকর্ষণ টান কাটিয়ে বেরিয়ে যায় আদিত্য। সূর্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে  সে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + sixteen =