৪৬ বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা, কী রয়েছে সেখানে

ভুবনেশ্বর: অবশেষে অপেক্ষার অবসান৷ ৪৬ বছর পর খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। তিথি মেনে দুপুর ১টা বেজে ২৮ মিনিটে পুরী মন্দিরের ভিতরে…

puri temple1

ভুবনেশ্বর: অবশেষে অপেক্ষার অবসান৷ ৪৬ বছর পর খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। তিথি মেনে দুপুর ১টা বেজে ২৮ মিনিটে পুরী মন্দিরের ভিতরে অবস্থিত রত্ন ভাণ্ডারের দরজা খোলা হয়।

 

আদালতের নির্দেশ সত্ত্বেও, জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা খোলা নিয়ে দেখা দিয়েছিল টানাপোড়েন। সম্প্রতি রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, ১৪ জুলাই, রবিবার খোলা হবে রত্ন ভাণ্ডারের দরজা৷ রত্ন ভাণ্ডারের ভিতরে কী কী রয়েছে, তার হিসাব জানতে গঠন করা হয়েছে ১১ সদস্যের একটি বিশেষ কমিটি৷ এই ১১ জন সদস্যই আজ রত্ন ভাণ্ডারের ভিতরে প্রবেশ করেছেন।

 

নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে রত্ন ভাণ্ডারের চারপাশ৷ লাগানো হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। পুরী মন্দির সূত্রে খবর, রত্ন ভাণ্ডারের বাইরের চেম্বারটি খোলা হয়েছে। জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর গহনা একটি নির্দিষ্ট বাক্সে ভরে আপাতত অস্থায়ী স্ট্রং রুমে রাখা হবে। যেখানে বাইরের কারও ঢোকার অনুমতি নেই৷ বাইরে রয়েথে ব়্যাফ৷ আগামীকাল রত্ন ভাণ্ডারের ভিতরের কুঠুরি খোলার চেষ্টা করা হবে বলেও জানা যাচ্ছে৷