শিলং: মেইতেই জনগোষ্ঠীর তফসিলি উপজাতি পরিচয়ের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে মনিপুর সম্প্রতি উত্তপ্ত হয়। কিন্তু মাঝের কিছু সপ্তাহ ধরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছিল। কিন্তু বেশিদিন সেই স্থিতিশীলতা স্থায়ী হল না। আবার উত্তাপ ছড়াল উত্তর-পূর্বের এই রাজ্যে। জানা গিয়েছে, মণিপুরের রাজধানী ইম্ফলের চেকন অঞ্চলে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে আবার। উত্তেজনা এতটাই বেশ যে সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। এও শোনা গিয়েছে, পুনরায় জারি হয়েছে কার্ফু।
মণিপুরের মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্তদের তালিকায় আনা যায় কি না তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশের বিরোধিতা শুরু হয় রাজ্যে। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু হয় মণিপুরে। লাগাতার বিক্ষোভ, গাড়ি, বাড়িতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটে। একাধিক মৃত্যু এবং আহত হওয়ার খবরও মেলে। এদিকে রাজ্য প্রশাসন সুট অ্যাট সাইটের অর্ডারও দেয়। মাঝে কিছু সময় শান্ত পরিবেশ থাকলেও এখন আবার মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর কয়েক জনের বচসা থেকে অশান্তির সূত্রপাত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”সিদ্দারামাইয়ার শপথে কর্ণাটকে কেন গেলেন না মমতা? রাহুলকে নিয়ে আপত্তি রয়েছে বলেই কি এই সিদ্ধান্ত?” width=”853″>
ইতিমধ্যেই খবর মিলেছে, ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজারের বেশ কিছু দোকানে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, এর আগে রাজ্যে ৭৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা প্রায় ৩০০। গোষ্ঠীহিংসার জেরে ঘরছাড়া হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। এখন তাই আবার নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় উদ্বেগ বেড়েছে রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও।