নয়াদিল্লি: দেশের বর্তমান করোনা পরিস্থিতি যে আবার আগের মতো চিন্তা বাড়িয়ে দিয়েছে তা কয়েক সপ্তাহ আগে থেকে টের পাওয়া গিয়েছিল। ধাপে ধাপে বেড়েই চলেছে কোভিড কেস। কিছুদিন আগে হাজার ছাড়িয়েছিল দৈনিক সংক্রমণ, এবার তা ছাড়িয়ে গেল দু’হাজার! আর এভাবেই ভারতে গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ কোভিড সংক্রমণ হল।
আরও পড়ুন- ‘সংসদ রত্ন’ পুরস্কার পেলেন বাংলার সুকান্ত ও অধীর, কোন কোন বিষয় দেখে এই পুরস্কার দেওয়া হয়?
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার ছুঁইছুঁই। মোট সক্রিয় আক্রান্ত ১১ হাজার ৯০৩ জন। অন্যদিকে দৈনিক পজিটিভিটি রেটও এখন প্রায় ২ শতাংশ ছুঁয়েছে। তাই অবশ্যভাবে আশঙ্কা বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস নিয়ে। সরকারি পরিসংখ্যান বলছে, শেষ মাত্র ১৫ দিনে প্রায় সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে করোনা। ১৫ দিন আগেও দেশের ৫ রাজ্যের মাত্র ৯টি জেলায় করোনা সংক্রমণ ছিল ১০ শতাংশের বেশি। এখন রাজ্যে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আচমকা দ্রুতহারে করোনাস্ফীতিতে উদ্বেগে প্রশাসন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গলাব্যথা কমানোর চিরাচরিত পদ্ধতি ঘরেই রয়েছে! Natural home remedies for sore throat” width=”560″>
পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে কেন্দ্রীয় সরকারের তরফে দেশ জুড়ে কোভিডের মহড়ার আয়োজন করা হয়েছে। আগামী ১০ এবং ১১ এপ্রিল দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালগুলিতেও মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে রাজ্যগুলির কাছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশিকাও পাঠানো হয়েছে৷