আইজল: নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ায় মিজোরামে একাধিক মৃত্যু হয়েছে। গতকাল এই খবর সামনে আসার পর বাংলায় শোকের পরিবেশ তৈরি হয়েছে কারণ বেশিরভাগ মৃত শ্রমিক মালদহের বলে জানা গিয়েছিল। শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বার্তা দেন। আজ জানা গেল, এখনও পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা প্রত্যেকে মালদহের বাসিন্দা। আইজলের জেলাশাসক নাজুক কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও পর্যন্ত যারা মারা গিয়েছেন তারা সকলেই বাংলার বাসিন্দা।
মিজোরামে আইজল থেকে ২১ কিলোমিটার দূরে আচমকাই নির্মীয়মাণ ওই রেল ব্রিজ ভেঙে পড়ে। দুর্ঘটনার মুহূর্তে ওই সেতুতে কাজ করছিলেন অন্তত ৩০-৩৫ জন শ্রমিক। তাই এখনও পর্যন্ত সঠিক তথ্য সামনে আসেনি যে ক’জন মারা গিয়েছেন। আইজলের জেলাশাসক ১৮ জনের কথা বললেও মালদহের জেলাশাসক ২৩ জনের মৃত্যুর দাবি করেন। তাই ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে মৃতের সংখ্যা যে বাড়তে পারে তার আশঙ্কা প্রবল। কারণ, যে জায়গায় সেতু নির্মাণের কাজ হচ্ছিল সেটা দুর্গম জায়গা। খাদ, ঝোপ রয়েছে। তাই নীচে কয়েকজনের চাপা পড়ে থাকার সম্ভাবনা আছে।
গতকাল এই ঘটনায় শোকজ্ঞাপন করে সমাজমাধ্যমে বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, মিজোরামের ব্রিজ বিপর্যয়ের খবরে তিনি শোকাহত, মর্মাহত। মালদহের অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে শোনা গিয়েছে। রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে সহযোগিতার চেষ্টা করছে রাজ্য। মালদহের মৃত শ্রমিকদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মিজোরাম সরকারের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।