আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলা: দোষী সাব্যস্ত ৪৯ জন, ফাঁসি ৩৮ জনের

আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলা: দোষী সাব্যস্ত ৪৯ জন, ফাঁসি ৩৮ জনের

আহমেদাবাদ: বিগত ১৩ বছর ধরে এই মামলা চলছে, অবশেষে সেই মামলার রায় দান হল। কথা হচ্ছে আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলার। গুজরাটের বিশেষ আদালত আজ যে রায় দিয়েছে তাতে ৪৯ জন দোষী সাব্যস্ত এবং ৩৪ জনের ফাঁসির সাজা শোনান হয়েছে। এর আগে গত সপ্তাহে ২৮ জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। নজিরবিহীন ভাবে এই প্রথম দেশের কোনও মামলায় এতজনকে একসঙ্গে ফাঁসির সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- অনুমতি ছাড়া পোস্টার লাগালেই কড়া শাস্তি, পুরভোটের আগে উল্লেখযোগ্য রায় হাই কোর্টের

২০০৮ সালে আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয়েছিল ৫৬ জনের, আহত হয়েছিলেন কমপক্ষে ২০০ জন। গোটা শহরজুড়ে পরপর ২১টি বিস্ফোরণ হয় তখন। বিভিন্ন জায়গা থেকে একাধিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল পরে। এই ঘটনার প্রেক্ষিতে আহমেদাবাদে মোট ২০টি এফআইআর ও সুরাটে ১৫টি এফআইআর দায়ের করা হয়। ২০০৯ সালে এই মামলার শুনানি শুরু হয়। দীর্ঘ ১৩ বছর ধরে মামলা চলার পর গত ৮ ফেব্রুয়ারিই গুজরাট আদালতের তরফে ৪৯ জনকে অভিযুক্ত বলে ঘোষণা করা হয়। বাকি ২৮ জন বেকসুর খালাস হয়ে যায়। সেই মামলার আজ চূড়ান্ত রায় দান হল। উল্লেখ্য, সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী।

গোয়েন্দারা তখন জানতে পেরেছিল যে, এই বিস্ফোরণের পিছনে হাত ছিল ইন্ডিয়ান মুজাহিদ্দিন নামক জঙ্গি সংগঠনের।  তাদের সঙ্গ দিয়েছিল ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া ও হরকত-এ-জিহাদি নামের জঙ্গিগোষ্ঠী। পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সঙ্গে যোগসাজস থাকার সন্দেহে মোট ৭৮ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তার মধ্যে পরে একজন রাজসাক্ষী হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + ten =