ইম্ফল: মণিপুরের অশান্তকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে রাজ্য সফরে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন এবং গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন। তবে হামলাকারীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, মণিপুর ভাগ হতে দেবেন না তিনি। আর জঙ্গিরা যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে আগামী দিনে ফল যে ভয়ানক হবে তাদের জন্য, সেটাও স্পষ্ট করে দেন।
শেষ কয়েক সপ্তাহে দফায় দফায় অশান্ত হয়েছে মণিপুর। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন মানুষ। কোনও ভাবেই রাজ্যের পরিবেশ শান্ত করা যাচ্ছে না। এদিকে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম বিস্ফোরক দাবি করে জানিয়েছে, অন্তত ৪ হাজার অস্ত্রের কোনও খোঁজ মিলছে না রাজ্যে। মনে করা হচ্ছে, মণিপুরে অশান্তি চলাকালীন রাজ্যের বিভিন্ন গুদাম, বিভিন্ন বাহিনীর অস্ত্রশালা থেকে দেদারে অস্ত্র লুট হয়েছে এবং তা রাজ্যের সীমান্ত পেরিয়ে মায়ানমারে জঙ্গিগোষ্ঠীদের হাতে চলে গিয়েছে। এই প্রেক্ষিতেই আরও চিন্তা বেড়েছে রাজ্যের সাধারণ মানুষদের নিয়ে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুঘল যুগের পর এবার বাদ ইকবাল! ইতিহাসে ফের মুঘলে কোপ! এবার রাষ্ট্রবিজ্ঞানে ইকবালে কোপ!” width=”853″>
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন, মণিপুর হিংসায় নিরপেক্ষ তদন্ত হবে। তদন্ত করতে একটি কমিটি গঠন করছে সরকার। আর সেই কমিটির প্রধান হতে চলেছেন এক অবসরপ্রাপ্ত হাইকোর্টের প্রধান বিচারপতি। এছাড়াও মণিপুরের রাজ্যপাল শান্তি কমিটির প্রধান হিসাবে থাকবেন। আপাতত মেইতেই ও কুকি সম্প্রদায়ের মুখপাত্রদের সঙ্গে কথা বলেছেন শাহ। এবার রাজ্যে শান্তি কবে ফেরে সেটাই দেখার।