চূড়ান্ত অর্থকষ্টে ভুগছেন অমিতাভ? গাড়ি-বাড়ি বিক্রির সিদ্ধান্ত

তাঁর বিলাসবহুল দামি গাড়ি বিক্রি করে দিচ্ছেন বিগ বি। ২০০৭ সালে অমিতাভ বচ্চনকে রোলস রয়েস ফ্যান্টম গাড়িটি উপহার দিয়েছিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। ওই সময় এই পরিচালক ও প্রযোজকের ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ ছবিতে অভিনয় করছিলেন তিনি। গাড়িটি অমিতাভের এতই পছন্দের, যে তিনি নিজেই চালিয়েছেন। গাড়িটির দাম সাড়ে তিন কোটি টাকা। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের এক

চূড়ান্ত অর্থকষ্টে ভুগছেন অমিতাভ? গাড়ি-বাড়ি বিক্রির সিদ্ধান্ত

তাঁর বিলাসবহুল দামি গাড়ি বিক্রি করে দিচ্ছেন বিগ বি। ২০০৭ সালে অমিতাভ বচ্চনকে রোলস রয়েস ফ্যান্টম গাড়িটি উপহার দিয়েছিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। ওই সময় এই পরিচালক ও প্রযোজকের ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ ছবিতে অভিনয় করছিলেন তিনি।

গাড়িটি অমিতাভের এতই পছন্দের, যে তিনি নিজেই চালিয়েছেন। গাড়িটির দাম সাড়ে তিন কোটি টাকা। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের এক ব্যবসায়ী গাড়িটি কিনেছেন। তবে তিনি কত দামে, তা জানা যায়নি। বলিউডে প্রশ্ন উঠছে, অমিতাভ বচ্চন কি অর্থকষ্টে ভুগছেন? বিধু বিনোদ চোপড়ার সঙ্গে কি তাঁর কোনও ঝামেলা হয়েছে? এ ব্যাপারে অমিতাভ বচ্চন কিছুই বলেননি। তবে তাঁর একটি ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, শিগগিরই নতুন একটি দামি লাক্সারি গাড়ি কিনবেন তিনি। তাই রোলস রয়েস ফ্যান্টম গাড়িটি বিক্রি করেছেন। বিলাসবহুল গাড়ির ব্যাপারে বরাবরই অমিতাভ বচ্চনের আগ্রহ। এখনও তাঁর গ্যারাজে আছে মার্সিডিজ এস-ক্লাস, র‌্যাঞ্জ রোভার, বেন্টলি জিটি, লেক্সাস এসইউভি গাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 4 =