তিরুবনন্তপুরম: কি হবে, খবর উপস্থাপনা করতে গিয়ে কেউ বুঝতে পারেন, তিনি কোনও পুরস্কার পেতে চলেছেন। মনের মধ্যে আনন্দের ছটফটানি বাড়তে থাকে। কিন্তু পেশাদারিত্বকে ছাপিয়ে সংবাদ সঞ্চালকের কাছে আবেগটা আসতে পারেনা। অবলীলায় তিনি পড়ে যান চলতি বছর তিনি পেতে চলেছেন রাজ্যের মধ্যে সেরা সংবাদ উপস্থাপিকার পুরস্কার। এমন ঘটনাই ঘটেছে কেরালায়।
কেরলের মাথরুভূমি সংবাদমাধ্যমের চিফ সাব ইডিটর এন সৃজা। বুধবার সকালে তি্নি্ সংবাদ পড়ছিলেন। সেই সংবাদে কেরল সরকারেরর তথ্য সম্প্রচার মাধ্যমের পুরস্কারের তালিকা প্রকাশ পড়ছিলেন তিনি। পড়তে পড়তে তিনি বুঝতে পারেন কেরালা সরকার তাঁকে সেরা সংবাদ উপস্থাপিকার পুরস্কার পাচ্ছেন। এই খবরটা পড়ার পরেই সৃজা খানিকক্ষণ চুপ করে যান। তারপর অবলীলায় সংবাদের বাকি অংশ পড়তে থাকেন।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সৃজার এই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সৃজা খবর পড়তে পড়তে কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায় নিজের নামটা আসার পর। ফের আবার একই ভঙ্গিতে খবর পড়তে থাকেন। ওই টুকু সময়ে তিনি ধাতস্ত হন। তিনি বুঝতে পারেন, এবারের সেরা সংবাদ উপস্থাপিকার পুরস্কার তিনি পাচ্ছেন। পরে অন্য একটি সংবাদমাধ্যমকে বলেন, গোটা খবরটা পড়তে গিয়ে তাঁর মুখে হালকা হাসি থেকে যায়। বুলেটিন শেষ হওয়ার পরে সহকর্মীরা আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন। এই পুরস্কার খবরে তিনি আপ্লুত। তিনি জানিয়েছেন, যেভাবে তাঁর কাছে পুরস্কারের খবরটা এসেছে, তাতেও তিনি খুশি হয়েছেন।