নয়াদিল্লি: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পর ৩ দিনের হেফাজতে পেয়েছিল ইডি। আজ সেই মেয়াদ শেষে আরও ১১ দিনের হেফাজতে তারা পেল এই তৃণমূল নেতাকে। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের শুনানিতে আরও ১১ দিন অনুব্রত মণ্ডলকে নিজেদের কব্জায় চেয়েছিল ইডি। তাঁদের সেই দাবি মঞ্জুর হয়েছে। অর্থাৎ আগামী ২১ মার্চ পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন বীরভূমের এই তাবড় নেতা।
আরও পড়ুন- বনদফতরের প্রশিক্ষিত শ্যুটার এনেও বাগে আনা গেল না ক্ষিপ্ত বানরকে, আতঙ্কে দুবরাজপুর
গরু পাচার মামলায় নিয়ে একাধিক তথ্য সামনে এলেও পাচারের বেআইনি আয়ের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও কোনও সূত্র পায়নি ইডি। সিবিআই আগেই জানিয়েছিল যে, এই বিষয়ে অনুব্রত কন্যা সুকন্যাও তাঁদের কিছুই জানাননি। প্রশ্ন এড়িয়ে গিয়েছেন এই বলে, যে টাকার ব্যাপার তাঁর বাবা এবং হিসেবরক্ষক জানেন। এবার জানা গিয়েছে সেই সংক্রান্ত কিছু তথ্য পেতেই অনুব্রত কন্যা সুকন্যাকেও দিল্লিতে তলব করা হয়েছে। অনুমান করা হচ্ছে, বাবা আর মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে সুকন্যাকে দিল্লিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার তলব করল ইডি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অনুব্রত কেবল সই করতে পারেন….! ED faces difficulty while questioning Anubrata Mondal” width=”835″>
মনে করা হচ্ছে, অনুব্রতের বিপুল সম্পত্তি কোথা থেকে এল, তা নথি দেখিয়ে প্রশ্ন করা হতে পারে। তবে ইডি শুধু সুকন্যাকে দিল্লিতে তলব করেছে এমনটা নয়। ডেকে পাঠানো হয়েছে অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ বেশ কয়েক জনকেও।