ইটানগর: ফের বিপর্যয়। অরুণাচল প্রদেশের ইটানগরের কাছে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে বলে খবর। এই মুহূর্ত পর্যন্ত হতাহতের কোনও খবর না মিললেও আশঙ্কা করা হচ্ছে মৃত্যু হতে পারে একাধিক। কারণ যে জায়গায় এই কপ্টার ভেঙে পড়েছে সেটি অত্যন্ত দুর্গম এলাকা। সহজে যাওয়ার রাস্তা নেই কোনও। যদিও উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছে।
আরও পড়ুন- অনশন মঞ্চ থেকে নিখোঁজ তিন! ‘ওঁদের গায়ে আঁচ লাগলে লাশ দেখবেন মাননীয়া’
সূত্র মারফৎ জানা গিয়েছে, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ভেঙে পড়েছে সিয়াঙের মিগিং গ্রামের কাছে। ওই এলাকায় রাস্তা দিয়ে যাওয়া যায় না। কিন্তু উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সম্ভব উদ্ধার কাজ শুরু হবে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ঘটনাস্থল ভীষণ দুর্গম হওয়ায় সেখানে উদ্ধারকার্য চালানো বেশ চ্যালেঞ্জিং। সেনা সূত্রেও এমনটাই জানান হয়েছে। তবে আশা ক্ষীণ হচ্ছে যে, কপ্টারে থাকা সকলকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে কিনা। কিছুদিন আগেই অরুণাচলের তাওয়াঙে ভেঙে পড়েছিল সেনার ‘চিতা’ হেলিকপ্টার। এবার ফের একই রকমের ঘটনা ঘটল যা অবশ্যভাবে দুশ্চিন্তা বাড়াচ্ছে।