অবশেষে স্বস্তি! জেলমুক্তি কেজরির, শর্ত সাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: অবশেষে স্বস্তি! আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার কেজরির জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন…

Arvind Kejriwal bail

নয়াদিল্লি: অবশেষে স্বস্তি! আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার কেজরির জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি। এ বার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ ফলে তাঁর জেলমুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা৷ (Arvind Kejriwal bail)

21 মে থেকে তিহাড়ে

লোকসভা ভোটের ঠিক আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। যদিও সুপ্রিম নির্দেশে ভোটের সময় দিন সাতেক জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি৷ গত ২১ মে থেকে দিল্লির তিহাড় জেলেই রয়েছেন মুখ্যমন্ত্রী৷

জামিন মঞ্জুর

আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন কেজরিওয়াল। গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয়৷ তবে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করা হয়৷

 

National-Delhi CM Arvind Kejriwal granted bail by Supreme Court in excise scam case. Previously granted interim bail by ED, now also bailed in CBI case. His release from Tihar Jail is imminent. Arrested before Lok Sabha elections, Kejriwal has been in jail since May 21