অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি, জলে ভাসল মৃতদেহ

অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি, জলে ভাসল মৃতদেহ

গুয়াহাটি: বন্যা পরিস্থিতির আরও অবনতি উত্তর-পূর্বের রাজ্য আসামে। যত দিন যাচ্ছে ততই যেন এই রাজ্যের দুর্যোগের কালো মেঘ আরো ঘন হচ্ছে। জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় এই রাজ্যে বন্যায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেণ তিন জন শিশু এবং দুজন পুলিশ কর্মী। এ নিয়ে গত এক সপ্তাহে মোট ৭১ জনের প্রাণ কাড়ল অসমের বন্যা। জানা যাচ্ছে, রবিবার অসমের বেশকিছু জেলার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করলে জলের তোড়ে বহু মানুষ ভেসে যান। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও এখনো আটজনের কোন খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে কাছাড় জেলায় ব্যাপক ভুমিধস নামে রবিবার সন্ধ্যায়। তাতেও ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বরপেটায়। বাজালি, কামরূপ, করিমগঞ্জ, উদলগুড়িতে এক জন করে মৃত্যুর খবর মিলেছে। ডিব্রুগড়ে চার জন নিখোঁজ হয়েছেন। কাছাড়, হোজাই, তমুলপুর, উদলগুড়িতে এক জন করে নিখোঁজ। অন্যদিকে মৃত দুজন পুলিশকর্মীর মধ্যে একজনের দেহ পাওয়া গেলেও বাকি একজনের এখনও কোনও খোঁজ মেলেনি বলে খবর। স্থানীয় সূত্রে খবর, রবিবার উদ্ধারকাজ চালানোর সময়ে জলের তোড়ে ভেসে যান তাঁরা। 

অন্যদিকে রবিবার সন্ধ্যায় অসমের বন্যা বিধ্বস্ত মানুষদের সংখ্যা ৪২ লক্ষ্যের গণ্ডি পার করেছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে অসমের প্রায় ৫১৩৭ টি গ্রাম জলের তলায়। সব থেকে খারাপ পরিস্থিতি অসমের  বারপেটা জেলায়। সেখানে ১২.৭৬ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগাঁওতে ৩.৬৪ লাখেরও বেশি মানুষ বিপর্যস্ত। বাজালি, বক্সা, বরপেটা, কাছাড়-সহ অসমের ৩৩টি জেলার পরিস্থিতি খারাপ। জাতীয় বিপর্যয় মোকাবিলার কমিটির রিপোর্ট অনুযায়ী অসমের বন্যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ৩৩টি জেলায় এবং প্রায় দেড় লক্ষ লোক তাদের ঘরবাড়ি হারিয়ে ৫১৪ টি রিলিফ ক্যাম্প আশ্রয় নিয়েছেন। অতিভারী বর্ষণের কারণে ব্রহ্মপুত্র, সুবন্সিরি, মানসসহ অসমের পাঁচটি প্রধান নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর তার জেরে এই নদীর পার্শ্ববর্তী প্রায় ৪ হাজার গ্রাম এই মুহূর্তে জলের তলায় বলে খবর। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা, আধা সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল উদ্ধারকাজে সাহায্য করছে।

অন্যদিকে পরিস্থিতি পর্যালোচনায় ইতিমধ্যেই অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তিনি বন্যাকবলিত অসমের ক্ষতিগ্রস্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলেও জানা যাচ্ছে। শনিবার রাতে এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর এবং তিনি অসমকে এই পরিস্থিতিতে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে খবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − thirteen =