দিল্লির কুর্সিতে অতিশীকে বেছে নিলেন কেজরিওয়াল, দেশে এ বার দু’জন মহিলা মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: দিল্লিতে কুর্সিবদল! পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে অতিশী মারলেনাকে বেছে নিলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিষদীয় বৈঠকের পরেই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অতিশীর…

kejriwal-atishi

নয়াদিল্লি: দিল্লিতে কুর্সিবদল! পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে অতিশী মারলেনাকে বেছে নিলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিষদীয় বৈঠকের পরেই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অতিশীর নাম ঘোষণা করেন তিনি৷

মঙ্গলবার বিকেলে, দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে বৈঠকের পরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল৷ দায়িত্ব গ্রহণ করবেন অতীশি৷ আবগারি মামলায় গ্রেফতার অরবিন্দ সদ্যই জামিনে মুক্তি পেয়েছেন৷ এর পরেই গত রবিবার আকস্মিকভাবে  মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন আপ সুপ্রিমো৷ এর পরেই পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা৷ আপ বিধায়কদের বৈঠকে দলীয় নেতা দিলীপ পান্ডে অতিশীর নাম প্রস্তাব করেন৷ পরে তাঁর নামেই সিলমোহর দেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সমস্ত আপ বিধায়কই উঠে দাঁড়িয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান৷ এই সিদ্ধান্তের সঙ্গেই বর্তমান রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ৷ কেজরিওয়াল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত তিনি আর মুখ্যমন্ত্রীর পদে ফিরবেন না।