এবার অটোয় মিলবে অক্সিজেন সাপোর্ট, কোভিড-কালে বড় উদ্যোগ

এবার অটোয় মিলবে অক্সিজেন সাপোর্ট, কোভিড-কালে বড় উদ্যোগ

 
পুণে: দেশের এই পরিস্থিতির কথা ভেবে এক চিকিৎসকের উদ্যোগে মহারাষ্ট্রের পুণেতে বেশ কয়েকটি অটোতে তৈরি করা হয়েছে ‘জুগাড় অ্যাম্বুল্যান্স’ পরিষেবা৷ যার মাধ্যমে কোভিড রোগীদের কয়েক ঘণ্টার জন্য হলেও অক্সিজেন সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ ১০০টি অটোকে জুগাড় অ্যাম্বুল্যান্সে পরিণত করার পরিকল্পনা রয়েছে৷ তার মধ্য মাত্র তিনটি আপাতত কাজ শুরু করেছে৷ বাকি ৯৭টি অটোকে রাস্তায় নামানোর কাজ চলছে, শীঘ্রই তারা কাজ শুরু করবে৷

যার উদ্যোগে এই কাজ সম্ভব হয়েছে,  সেই চিকিৎসক কেশব শিরসাগর সংবাদসংস্থা এএনআই-কে জানান, ‘হাসপাতালে একটা বেড পাওয়ার জন্য এখন মানুষকে অনেক লড়াই করতে হচ্ছে ৷ তার জন্য আপৎকালীন ব্যবস্থা হিসেবে ৩টি অটোর মধ্যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে ৷  যেগুলি ৬-৭ ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম ৷ আমাদের একটা হেল্পলাইন নম্বর রয়েছে ৷  প্রয়োজনে সেখানে যে কেউ যোগাযোগ করতে পারেন ৷ রোগীকে কীভাবে অক্সিজেন দিতে হবে, তার জন্য  অটো চালকদের প্রত্যেককে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ তাদের সুরক্ষার কথা মাথায় রেখে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পাশাপাশি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিমও রয়েছে ৷’ কেউ হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইলে, সেটা আগে চিকিৎসকরা ভিরিফাই করে তবেই তা অটো চালকদের কাছে পাঠাবেন৷ এই অটোর ভাড়া ৩০০ টাকা৷ তবে গরিব এবং নিডি পরিবারের জন্য এই পরিষেবা একেবারে বিনামূল্যে দেওয়া হবে৷ যেখানে একটা ঠিকঠাক অ্যাম্বুল্যান্স করতে ৪ লক্ষ টাকা খরচ হয়, সেখানে এই একটি অটো তৈরি করতে খরচ পড়ছে ১৫,০০০ টাকা৷

চিকিৎসক কেশব শিরসাগর জানিয়েছেন, ‘দরিদ্র পরিবারগুলোর চিকিৎসা করাতে নিজেদের রোজগারের সবটুকু খরচ হয়ে যাচ্ছে এবং সাধারণ স্বাস্থ্যসম্মত সুবিধার খরচও তারা বহন করতে পারছে না৷ সেইসব পরিবারের পরিষেবার সব খরচ আমি বহন করব, যাতে তারা এই পরিষেবা বিনামূল্যে পায়৷’ এর মাধ্যমে এই পরিস্থিতিতে অটো চালকরাও রোজগারের অন্য পথ পেলেন৷ এক অটোচালক জানিয়েছেন, ‘দেশের এই দু:সময়ে আমরা কোনও ভাবে কাজে লাগতে পারায় খুব ভালো লাগছে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − two =