পুজোর আগে সেপ্টেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন তালিকা

পুজোর আগে সেপ্টেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন তালিকা

 

কলকাতা:  শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। কিন্তু পুজোর আগে সেপ্টেম্বর মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ উৎসব ছাড়াও রেয়েছে সপ্তাহান্তের ছুটি৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ছুটির দিন ঘোষণা করা হয়েছে৷ প্রসঙ্গত, প্রতি মাসে ছুটির তালিকা আগেই প্রকাশ করে আরবিআই৷ সপ্তাহান্তের ছুটি ছাড়াও আঞ্চলিক উৎসব ও বিশেষ দিনে বন্ধ থাকে ব্যাঙ্কের কাজ কর্ম৷ তাই করোনা পরিস্থিতিতে বাড়ি থেকে অযথা বেরবেন কেন৷ ব্যাঙ্ক যাওয়ার আগে জেনে নিন ছুটির দিন৷ 

আরও পড়ুন- টিকাকরণে রেকর্ডের মাঝেই দেশে বাড়ল আক্রান্তের সংখ্যা, একদিন মৃত্যু ৫০৯

সেপ্টেম্বরে ছুটি শুরু হচ্ছে ৫ তারিখ থেকে৷ ওই দিন পড়েছে রবিবার৷ তাই আরবিআই-এর তালিকা অনুযায়ী ছুটির দিন হিসেবে সেপ্টেম্বরের প্রথম দিনটি হল ৮ তারিখ। তবে এই ছুটি সব রাজ্যে সমান নয়৷  এক নজরে দেখে নেওয়া যাক সেপ্টেম্বর- 

৮ সেপ্টেম্বর : শ্রীমন্ত শঙ্করদেবের তিথি (গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ)

৯ সেপ্টেম্বর : তেজ (হরতালিকা) (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ)

১০ সেপ্টেম্বর : গণেশ চতুর্থী/বিনয়কর চতুর্থী/বরসিদ্ধি বিনায়ক ব্রত (আইজল, আগরতলা, চণ্ডীগড়, ভোপাল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফাল, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, কানপুর, লখনউ, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর বাদে সব অন্যান্য স্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।)

১১ সেপ্টেম্বর : গণেশ পুজো (পানাজিতে ব্যাঙ্ক বন্ধ)

১৭ সেপ্টেম্বর : কর্মপূজা (রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ)

২০ সেপ্টেম্বর : ইন্দ্রযাত্রা (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ)

২১ সেপ্টেম্বর : শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস (কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ) 

সপ্তাহান্তের ছুটি: ১১ এবং ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় এবং চতুর্থ শনিবার৷  এছাড়াA ৫, ১২, ১৯ এবং ১৬ সেপ্টেম্বর থাকছে রবিবারের ছুটি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 6 =